images

রাজনীতি

খালেদা জিয়ার কফিন বুধবার সকালে সংসদ ভবন এলাকায় আনা হবে

জ্যেষ্ঠ প্রতিবেদক

৩০ ডিসেম্বর ২০২৫, ০৪:২৩ পিএম

সর্বোচ্চ বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় ও  রাষ্ট্রী সম্মানের সহিত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার জানাজা ও দাফন করা হবে। বুধবার (৩০ ডিসেম্বর) সকালে এভারকেয়ার হাসপাতাল থেকে সংসদ ভবনে আনা হবে খালেদা জিয়ার মরদেহ।

তখন সড়কের দুইপাশে বিশেষ নিরাপত্তা থাকবে। দুপুর দুইটায় জানাজা শেষে জিয়া উদ্যানে তাকে দাফন করা হবে।

মঙ্গলবার বিকেলে স্বরাষ্ট্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বেগম খালেদা জিয়ার দাফন নিয়ে প্রস্ততি সভা শেষে এসব কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি জানান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা সংক্রান্ত সকল কিছু পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় করা হবে। সম্প্রচার করবে বিটিভি। আগামীকাল রাজধানীতে থাকবে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। 

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানাসো হয়েছে,  বুধবার জাতীয় সংসদ ভবন মাঠ ও মানিক মিয়া এভিনিউতে দুপুর ২টায় জানাজ হবে। আনুমানিক সাড়ে তিনটার দিকে শহীদ জিয়া সমাধিস্থলে তার কবরের পাশে দাফন করা হবে। জানাজায় কোনো ব্যাগ বা ভারী সামগ্রি বহন করা যাবে না।

আরও জানানো হয়েছে, রাষ্ট্রীয়ভাবে আনুষ্ঠানিক দাফন সম্পন্ন হবে। সাধারণ জনগণের প্রবেশ নিষিদ্ধ।

বিইউ/এআর