images

রাজনীতি

কবর খনন দেখতে জিয়া উদ্যানের দিকে বিএনপি নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক

৩০ ডিসেম্বর ২০২৫, ০৩:২৩ পিএম

‎সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে জিয়ার রহমানের কবরের পাশে সমাহিত করা হবে— এমন খবরে জিয়া উদ্যানে বিএনপির নেতাকর্মীরা ছুটে আসছেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল থেকেই জিয়া উদ্যান এলাকায় এসে ভিড় করছেন নেতাকর্মীরা। 

‎মোহাম্মদপুর থেকে আসা বিএনপি কর্মী রবিন হাওলাদার বলেন, আমরা আমাদের অভিভাবক বেগম খালেদা জিয়াকে এই সময়ে হারাতে হবে, এটা কখনো কল্পনা করতে পারি না। তার এ মৃত্যু আমরা কোনোভাবে মেনে নিতে পারছি না। আমরা অভিভাবকহীন হয়ে পড়লাম। তিনি এমন একজন আপসহীন নেত্রী ছিলেন, যখন তার উপর অত্যাচারের স্ট্রিম রোলার চলছিল তখনও তিনি দেশ ছাড়তে রাজি হননি। তিনি স্বৈরাচার সরকারের দ্বারা নির্যাতন সহ্য করে দেশকে ভালোবেসে এ দেশের মাটিতে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। তার সঙ্গে দেশের সব শ্রেণি পেশার মানুষের দোয়া আছে। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুক।

‎আরেক বিএনপিকর্মী সোহরাব মিয়া বলেন, এই সময়ে আমাদের আপসহীন নেত্রীর চলে যাওয়া কোনভাবে মেনে নিতে পারছি না। আমরা আমাদের একজন অভিভাবককে হারালাম। এক রত্মকে হারালাম। আমাদের অভিভাবক হারিয়ে আমরা বাকরুদ্ধ। আল্লাহ আমাদের নেত্রীকে বেহেশত দান করুক।

‎এদিকে বেগম খালেদা জিয়াকে সমাহিত করতে কবর খননকে স্মৃতি হিসেবে ধরে রাখতে কেউ কেউ মোবাইল ফোনে ভিডিও করছেন, কেউ ছবি তুলছেন। আবার কেউ কেউ তার মৃত্যুতে কান্না করছেন। এছাড়াও নেতাকর্মীদের ভিড় সামাল দিতে জিয়া উদ্যান এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কয়েক স্তরে নিরাপত্তায় নিয়োজিত করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। 

‎একেএস/ক.ম