images

আন্তর্জাতিক

বিশ্ব গণমাধ্যমে খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ

আন্তর্জাতিক ডেস্ক

৩০ ডিসেম্বর ২০২৫, ০৩:০৭ পিএম

বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর বিশ্ব গণমাধ্যমে ব্যাপক গুরুত্বসহকারে প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের গণতন্ত্রের জন্য আপসহীন নেত্রী হিসেবে পরিচিত খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, নেতৃত্ব এবং দেশের রাজনৈতিক প্রেক্ষাপট গঠনে তার ভূমিকা বিশেষভাবে তুলে ধরেছে বিশ্বের প্রভাবশালী সংবাদমাধ্যমগুলো।

‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে একটি কালের অবসান’ শিরোনামে ফরাসি বার্তা সংস্থা এএফপি বলেছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, যাকে অনেকেই আগামী নির্বাচনে পুনরায় ক্ষমতায় ফিরতে পারেন বলে মনে করছিলেন, মঙ্গলবার সকালে ৮০ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। অন্তর্বর্তী সরকার তার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে। বুধবার তার নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বার্তা সংস্থাটি আরও জানায়, দীর্ঘদিন অসুস্থতা ও কারাবাস সত্ত্বেও খালেদা জিয়া গত নভেম্বর মাসে ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচনে প্রচারণায় অংশ নেওয়ার অঙ্গীকার করেছিলেন। গত বছর গণ-অভ্যুত্থানে তার চিরপ্রতিদ্বন্দ্বী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর এটিই ছিল দেশের প্রথম জাতীয় নির্বাচন।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৯১ সালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়া বেগম খালেদা জিয়া দীর্ঘ অসুস্থতার পর মঙ্গলবার মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮০ বছর। ক্ষমতার পালাবদলের দীর্ঘ সময়ে শেখ হাসিনার সঙ্গে তার তীব্র রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠেছিল।

খালেদা জিয়ার রাজনৈতিক দল বিএনপি জানিয়েছে, দীর্ঘদিনের অসুস্থতায় ভুগে খালেদা জিয়া মারা গেছেন। চিকিৎসকরা বলেছেন, তিনি লিভারের সিরোসিসে ভুগছিলেন। এ ছাড়া তার আর্থ্রাইটিস, ডায়াবেটিস এবং হৃদ্‌যন্ত্রের সমস্যাও ছিল।

‘বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া ৮০ বছর বয়সে মারা গেছেন’ শিরোনামের প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, দীর্ঘদিনের অসুস্থতার পর ৮০ বছর বয়সে মারা গেছেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ১৯৯১ সালে নিজের দলকে নেতৃত্ব দিয়ে টানা ২০ বছর পর অনুষ্ঠিত দেশের প্রথম গণতান্ত্রিক নির্বাচনে বিজয়ী হয়ে খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী সরকারপ্রধান হন।

অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানায়, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মৃত্যুবরণ করেছেন বলে মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে বিএনপি। তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি যেসব দুর্নীতি মামলার মুখোমুখি হয়েছিলেন, সেগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছিলেন খালেদা জিয়া। চলতি বছরের জানুয়ারিতে সুপ্রিম কোর্ট তাঁর বিরুদ্ধে থাকা শেষ দুর্নীতি মামলাতেও তাঁকে খালাস দেন, যার ফলে তিনি ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পেতেন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন- এর শিরোনাম ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং হাসিনার চিরপ্রতিদ্বন্দ্বী খালেদা জিয়া ৮০ বছর বয়সে মারা গেছেন’। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, যার আরেকজন সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতা এক প্রজন্ম ধরে দেশের রাজনীতিকে সংজ্ঞায়িত করেছিল, তিনি মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮০।

সিএনএন আরও বলছে, ২০২০ সালে অসুস্থতার কারণে কারাগার থেকে মুক্তি পাওয়ার পর খালেদা জিয়ার পরিবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশাসনের কাছে কমপক্ষে ১৮ বার তাকে বিদেশে চিকিৎসার অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করেছিল, কিন্তু অনুরোধগুলো প্রত্যাখ্যান করা হয়েছিল। 

‘বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া: ক্ষমতা ও প্রতিরোধের এক জীবন’ শিরোনামে কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার একটি প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া ৮০ বছর বয়সে মারা গেছেন। দেশটির রাজনীতিতে দীর্ঘদিনের প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে ভূমিকা রেখে আসছিলেন তিনি।

পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম ডন জানিয়েছে, বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘ অসুস্থতার পর মারা গেছেন বলে জানিয়েছে তার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ৮০ বছর বয়সী খালেদা জিয়ার লিভারের সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, বুক এবং হৃদরোগের সমস্যা ছিল। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিনের অসুস্থতার পর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮০ বছর। আগামী বছরের নির্বাচনে তিনি বড় ধরনের জয় পেয়ে আবারও দেশকে নেতৃত্ব দেবেন বলে ধারণা করা হচ্ছিল। গত ২৩ নভেম্বর হৃদ্‌যন্ত্র ও ফুসফুসে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে টানা ৩৬ দিন চিকিৎসাধীন ছিলেন তিনি। 

‘খালেদা জিয়ার ভারত সমীকরণ: দাসত্ব আক্রমণ থেকে সন্ত্রাসবিরোধী শপথ’ শিরোনামে আরেক প্রতিবেদনে এনডিটিভি বলছে, গত তিন দশক ধরে বাংলাদেশের রাজনীতিতে আধিপত্য বিস্তারকারী দুই নারীর মধ্যে খালেদা জিয়া ছিলেন অন্যতম। প্রধানমন্ত্রী থাকাকালীন খালেদা জিয়া বাংলাদেশি ভূখণ্ডের মধ্য দিয়ে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে ট্রানজিট সুবিধা প্রত্যাখ্যান করেছিলেন, যুক্তি দিয়েছিলেন যে এটি তার দেশের নিরাপত্তা এবং সার্বভৌমত্বের লঙ্ঘন। 

তিনি আরও যুক্তি দিয়েছিলেন, ভারতীয় ট্রাকদের বাংলাদেশের রাস্তাগুলোতে টোল-মুক্ত ব্যবহার ‘দাসত্ব’র সমতুল্য।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই এক প্রতিবেদনে লিখেছে- ‘খালেদা জিয়া: কয়েক দশক ধরে বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তারকারী এক প্রভাবশালী ব্যক্তিত্ব’। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়া কয়েক দশক ধরে দেশের রাজনীতিতে আধিপত্য বিস্তার করেন। দীর্ঘদিন বিএনপির নেতৃত্ব দেওয়া তিনবারের প্রধানমন্ত্রী মঙ্গলবার ভোরে ঢাকায় দীর্ঘ অসুস্থতার পর মৃত্যুবরণ করেন।

কলকাতা-ভিত্তিক বাংলা দৈনিক আনন্দবাজার পত্রিকা লিখেছে, ‘একদা রাজনীতিতে ঘোর অনিচ্ছুক ‘ফার্স্ট লেডি’ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী!’ জলপাইগুড়ির ‘পুতুল’ হয়ে উঠেছিলেন ‘বেগম জিয়া’-শীর্ষক প্রতিবেদনসহ বিভিন্ন ঘটনা বিশ্লেষণ করেছে বাংলা ভাষার প্রত্রিকাটি।

এছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের সংবাদমাধ্যমে বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রীর মৃত্যুর খবর বেশ গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হয়েছে।


এমএইচআর