images

রাজনীতি

খবর শুনেই হাসপাতালের সামনে নেতাকর্মীদের ভিড়

নিজস্ব প্রতিবেদক

৩০ ডিসেম্বর ২০২৫, ১০:৪০ এএম

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালের খবর ছড়িয়ে পড়তেই রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে নেতাকর্মীদের ঢল নেমেছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টার দিকে মৃত্যুসংবাদের বিষয়টি নিশ্চিত হওয়ার পরপরই বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দলে দলে হাসপাতালে জড়ো হতে শুরু করেন।

ভোরের নীরবতা ভেঙে হাসপাতাল চত্বরে শোকাচ্ছন্ন পরিবেশের সৃষ্টি হয়েছে। অনেককে চোখের পানি ধরে রাখতে না পেরে কান্নায় ভেঙে পড়তে দেখা গেছে। প্রিয় নেত্রীর শেষ বিদায়ের খবর শুনে অনেকে শোকে স্তব্ধ হয়ে যান। হাসপাতালের সামনের সড়ক, ফুটপাত ও আশপাশের এলাকায় নেতাকর্মীদের অবস্থানে ভিড় বাড়তে থাকে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে।

সরেজমিনে দেখা গেছে, ভোর ৬টার কিছু পর থেকেই বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা হাসপাতালে আসতে শুরু করেন। অনেকের হাতে দলের পতাকা, কারও কাঁধে ব্যানার। কেউ কেউ মোবাইলে মৃত্যু সংবাদের সত্যতা নিশ্চিত করে দ্রুত হাসপাতালে ছুটে আসেন। হাসপাতাল চত্বরে উপস্থিত নেতাকর্মীরা খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন।

হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হাসপাতাল ও আশপাশের এলাকায় অবস্থান নিতে দেখা গেছে। যান চলাচল স্বাভাবিক রাখতে হাসপাতালের সামনে সড়কে নিয়ন্ত্রণ আরোপ করা হয়। তবে ভিড়ের কারণে কিছু সময় যানজট সৃষ্টি হয়।

বিএনপির একাধিক কেন্দ্রীয় ও মহানগর নেতাও হাসপাতালে উপস্থিত হয়েছেন। হাসপাতালের সামনে অপেক্ষমাণ নেতাকর্মীদের মধ্যে অনেক সাধারণ মানুষও ছিলেন। তারা জানান, রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের অন্যতম প্রভাবশালী নারী রাজনীতিক। তার মৃত্যুতে তারা গভীরভাবে শোকাহত।

এদিকে মৃত্যুসংবাদ নিশ্চিত হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোকবার্তায় ভরে ওঠে। হাসপাতালের সামনে জড়ো হওয়া নেতাকর্মীরা একে অপরের সঙ্গে আলাপ করে পরবর্তী কর্মসূচি সম্পর্কে খোঁজখবর নিতে থাকেন।

এএইচ/এফএ