জ্যেষ্ঠ প্রতিবেদক
৩০ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৩ এএম
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় ফজরের ঠিক পরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বেগম খালেদা জিয়া ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুর জেলার জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন। তার পিতা ইস্কান্দর মজুমদার ব্যবসা উপলক্ষে জলপাইগুড়িতে বসবাস করতেন। তার আদি নিবাস ছিল ফেনী জেলার ফুলগাজী থানায়।
১৯৪৭ সালে ভারত বিভাগের পর জলপাইগুড়িতে চা ব্যবসা ছেড়ে তিনি দিনাজপুর শহরে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। দিনাজপুর মিশনারী স্কুলে খালেদা জিয়া প্রাথমিক শিক্ষা লাভ করেন এবং পরে ১৯৬০ সালে দিনাজপুর গালর্স হাইস্কুল থেকে এসএসসি পাস করেন। ওই বছরই তৎকালীন ক্যাপ্টেন এবং পরবর্তী সময়ে বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে তার বিয়ে হয়।
খালেদা জিয়া ১৯৬৫ সাল পর্যন্ত দিনাজপুর সুরেন্দ্রনাথ কলেজে পড়াশোনা অব্যাহত রাখেন এবং এরপর তিনি পশ্চিম পাকিস্তানে তার স্বামীর কর্মস্থলে গমন করেন।
১৯৭১ সালের মার্চ মাসে মুক্তিযুদ্ধের সূচনালগ্নে চট্টগ্রামে ইস্ট বেঙ্গল রেজিমেন্টে মেজর পদে কর্মরত জিয়াউর রহমান পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করে মুক্তিযুদ্ধে যোগ দেন এবং পরে প্রবাসী বাংলাদেশ সরকারের অধীনে ‘জেড’ ফোর্সের অধিনায়কত্ব লাভ করেন। খালেদা জিয়াকে তখন পাকিস্তানি দখলদার বাহিনীর হেফাজতে নেওয়া হয় এবং ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয় অর্জনের পর তিনি মুক্তিলাভ করেন।
টিএই/এফএ