জ্যেষ্ঠ প্রতিবেদক
২৯ ডিসেম্বর ২০২৫, ১০:১৯ পিএম
ঢাকা-১২ আসনে স্বতন্ত্র প্রার্থী হবার ঘোষণা দিয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বিএনপি নেতা সাইফুল আলম নীরব। এই আসনে বিএনপি সাইফুল আলম নীরবকে সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণা দেয়। পরে জোট সঙ্গী বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হককে আসনটি ছেড়ে দেয়ার কথা জানায়। এরপরও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে চান নীরব।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র জমা দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম সদস্য মোহাম্মদ আলী, হাতিরঝিল থানা বিএনপির আহবায়ক নাজমুল হক মাসুম, শেরেবাংলা নগর থানা বিএনপির আহবায়ক সিরাজুল ইসলাম, তেজগাঁও কলেজ ছাত্র-সংসদের সাবেক ভিপি আবু সুফিয়ান দুলাল, শেরেবাংলা নগর থানা বিএনপির যুগ্ম-আহবায়ক শাহজালাল সিকদার, সালামত খান সজিব, শিল্পাঞ্চল থানা বিএনপির যুগ্ম-আহবায়ক হুমায়ূন কবির আহমেদ, আবু বকর বাকার, মো. সোলায়মান, তেজগাঁও থানা বিএনপির যুগ্ম-আহবায়ক তরিকুল ইসলাম বাহালুল, আবু জাফর পাটোয়ারী বাবু, আবুল হোসেন, মুজাহিদুর রহমান, ২৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল হক নুরু সহ ঢাকা-১২ আসনের নেতাকর্মীবৃন্দ।
জমা দেয়ার পর উপস্থিত সাংবাদিকদের স্বতন্ত্র প্রার্থী হিসেবে এই আসনে নির্বাচন করার কথা জানান নীরব। এসময় তিনি বলেন, দেশনেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাই। এবং আগামীর বাংলাদেশ বিনির্মানে তারেক রহমানের নেতৃত্বে ঢাকা ১২ আসন একটি মডেল আসন হিসেবে গড়ে তুলতে চাই।
বিইউ/এআর