নিজস্ব প্রতিবেদক
২৯ ডিসেম্বর ২০২৫, ০৮:১০ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে রাশেদ খান মেননের বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। এ ক্ষেত্রে নির্বাচনের পরিবেশ সৃষ্টি না হওয়ার কারণ দেখিয়েছে দলটি।
সোমবার (২৯ ডিসেম্বর) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ওয়ার্কার্স পার্টি।
দলটি বিবৃতিতে বলেছে, ‘বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সর্বোচ্চ উদ্যোগ রেখে নির্বাচনে অংশগ্রহণে করার চেষ্টা করলেও উপরিউল্লেখিত পরিস্থিতি নির্বাচনের পথে অন্তরায় সৃষ্টি করে রেখেছে বিধায় আগামী ত্রয়োদশ নির্বাচনে অংশগ্রহণে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুসারে বিরত থাকার সিদ্ধান্ত নিচ্ছে।’
আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের অন্যতম শরীক দল ছিল বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। এই দলের সভাপতি রাশেদ খান মেনন আওয়ামী লীগ সরকারের সময় মন্ত্রীও হয়েছিলেন।
তবে গণঅভ্যুত্থানের সময় নিউমার্কেটে ব্যবসায়ী হত্যার মামলায় মেনন বর্তমানে কারাগারে রয়েছেন। এছাড়া তার দলের একাধিক নেতার বিরুদ্ধেও মামলা রয়েছে।
এএইচ