images

রাজনীতি

পাটওয়ারীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী ড. হেলাল

নিজস্ব প্রতিবেদক

২৯ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৮ পিএম

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা-৮ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন। তিনি জামায়াতের জোটসঙ্গী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র প্রার্থী নাসিরুদ্দীন পাটোয়ারিকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছেন। আজ সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টে তিনি নাসিরুদ্দীন পাটোয়ারিকে আন্তরিক সমর্থন দিয়ে বিষয়টি জানান।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে ড. হেলাল উদ্দিন জামায়াতের প্রার্থিতা ফরম তোলেন এবং প্রায় আট মাস আগে দলীয়ভাবে প্রাথমিক মনোনয়নও পান। সে অনুযায়ী তিনি নির্বাচনী প্রস্তুতি ও গণসংযোগ শুরু করেন। তবে বৃহত্তর রাজনৈতিক ঐক্য ও জোটের স্বার্থ বিবেচনায় কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্তে তিনি আসনটি ছেড়ে দেন বলে জানিয়েছেন।

সোমবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে ড. হেলাল উদ্দিন এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন। পোস্টে তিনি উল্লেখ করেন, দেশ গঠনের বৃহত্তর স্বার্থে এবং জুলাই বিপ্লবের অংশীজনদের ঐক্যের জন্য কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্তের প্রতি তিনি আন্তরিক সমর্থন জানিয়েছেন। একই সঙ্গে ঢাকা-৮ আসনে নাসিরুদ্দীন পাটোয়ারির জন্য মন থেকে শুভকামনাও জানান।

ড. হেলাল উদ্দিন তার পোস্টে আরও উল্লেখ করেন, ঢাকা-৮-এর মতো গুরুত্বপূর্ণ একটি আসনে মনোনয়ন পাওয়ার পর শুরুতে কিছুটা শঙ্কা থাকলেও সাংগঠনিক সহকর্মীদের সহযোগিতা ও আত্মবিশ্বাসের ফলে তিনি কাজ শুরু করেন। নেতাকর্মীদের পাশাপাশি নারী কর্মীরাও ঘরে ঘরে গিয়ে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে প্রচারণা চালান। এর ফলে অল্প সময়ের মধ্যেই এলাকায় জামায়াতের পক্ষে ব্যাপক জনসমর্থন তৈরি হয় বলে দাবি করেন তিনি।

প্রার্থী পরিবর্তনের সিদ্ধান্তে নেতাকর্মীরা যেন মনঃক্ষুণ্ন না হন, সে আহ্বান জানিয়ে ড. হেলাল উদ্দিন বলেন যে, জাতির বৃহত্তর স্বার্থে সংগঠনের সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন। তিনি বলেন, এই সিদ্ধান্ত মেনে নিয়ে জোটের প্রার্থীকেই নিজেদের প্রার্থী হিসেবে ধরে রেখে আগের মতোই কাজ চালিয়ে যেতে হবে।

তিনি আরও বলেন, ঢাকা-৮ আসনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এই আসন থেকেই প্রার্থী হতে চেয়েছিলেন জুলাই আন্দোলনের শহীদ ওসমান বিন হাদি। নিজেকে একজন জুলাই যোদ্ধা হিসেবে উল্লেখ করে ড. হেলাল উদ্দিন জানান, শহীদ হাদির মতোই জুলাইয়ের আরেকজন সম্মুখসারির যোদ্ধা নাসিরুদ্দীন পাটোয়ারিকে এ আসনে প্রার্থী করায় তিনি তাকে স্বাগত জানিয়েছেন।

সবশেষে তিনি নাসিরুদ্দীন পাটোয়ারির সাফল্য ও মঙ্গল কামনা করে দোয়া করেন এবং মহান রাব্বুল আলামিনের নিকট প্রার্থনা জানান যে, সকল প্রচেষ্টা তাঁর সন্তুষ্টি ও দ্বীন বিজয়ের জন্য কবুল হোক। আমিন।

এমআর/এআর