images

রাজনীতি

জামায়াত-এনসিপি জোটে যুক্ত হচ্ছে আরও একটি দল

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৯ ডিসেম্বর ২০২৫, ০৪:৩১ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে আরও একটি দল যুক্ত হচ্ছে। যার নাম শীঘ্রই জানাবে দলটি। সোমবার (২৯ ডিসেম্বর) জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের পক্ষে মনোনয়ন জমা দেওয়ার পর দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘আপনারা গতকাল সংবাদ সম্মেলনের মাধ্যমে জানতে পেরেছেন, যে দশটি দল আসন সমঝোতার ভিত্তিতে এবারের নির্বাচনে অংশ নেবে। আসন সমঝোতায় আরও একটি দল জামায়াতের সঙ্গে যুক্ত হচ্ছে। খুব শীঘ্রই আপনাদের দলের পক্ষে বিস্তারিত জানানো হবে।’

এর আগে ঢাকা-১৫ আসনের সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও দলটির আমির ডা. শফিকুর রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দিতে আসেন দলটির একটি প্রতিনিধি দল।

প্রতিনিধি দলের মধ্যে ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, সহকারী সেক্রেটারি জেনারেল ও দলটির কেন্দ্রীয় মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ও কার্যনির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন।

এ সময় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, আসন সমঝোতা অন্য যেকোনো জোটের থেকেও শক্তিশালী। প্রত্যেকে নিজের প্রতীকে নির্বাচন করবে। শুধু একটা আসনে একটি দলের প্রার্থী নির্বাচন করবেন, আর বাকি দলগুলো ওই প্রার্থীকে সমর্থন জানাবে।

টিএই/এফএ