images

রাজনীতি

নির্বাচনে অংশগ্রহণ না করার ঘোষণা এনসিপি নেত্রী মনজিলা ঝুমার

নিজস্ব প্রতিবেদক

২৯ ডিসেম্বর ২০২৫, ১১:৪৭ এএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী অ্যাডভোকেট মনজিলা সুলতানা ঝুমা।

রোববার (২৯ ডিসেম্বর) মধ্যরাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ওয়ালে দেওয়া এক পোস্টে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

মনজিলা ঝুমা লিখেছেন, এনসিপি প্রাথমিকভাবে ১২৫টি আসনে যাদের মনোনয়ন দিয়েছিল, তার মধ্যে খাগড়াছড়ি ২৯৮ নম্বর আসনে শাপলা কলি প্রতীক নিয়ে তাকে নির্বাচনের জন্য মনোনীত করা হয়েছিল। ২৪ ডিসেম্বর তার পক্ষে দলের খাগড়াছড়ি জেলা আহ্বায়ক মনোনয়নপত্র উত্তোলন করেন। সোমবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।

তিনি আরও লেখেন, প্রায় দুই ঘণ্টা আগেই দলের আহ্বায়ক নাহিদ ইসলামকে তিনি নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন এবং নির্বাচনে অংশগ্রহণ করবেন না বলে অবহিত করেছেন।

পোস্টের শেষাংশে মনজিলা ঝুমা লেখেন, তিনি বিশ্বাস করেন তরুণরা সংসদে যাবে, আজ না হোক কাল।

এর আগে নির্বাচনে অংশ না নিলেও এনসিপিতেই থাকবেন বলে জানিয়েছিলেন মনজিলা ঝুমা। একদিন আগে ফেসবুক পোস্টে তিনি এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। ওই পোস্টে আইনশৃঙ্খলা বাহিনীর নির্যাতনের শিকার নাহিদ ইসলামের পুরোনো একটি ছবি যুক্ত করে মনজিলা ঝুমা লেখেন, ‘এই নাহিদ ইসলামকে আমি/আমরা একা রেখে যেতে পারি না! আমাদের দলের প্রতি/জনগণের প্রতি দায়বদ্ধতা আছে। জুলাইয়ের সন্তানেরা কার কাছে নিরাপদ? কেউ কি বলেছে তারা বিজয়ী হলে জুলাই যোদ্ধাদের হামলা করবে না, মামলা করবে না? জনাব নাহিদের কাছে আগামীর বাংলাদেশ নিরাপদ। পাশে আছি লিডার।’

এসএইচ/এফএ