images

রাজনীতি

না পাওয়ার বেদনা নিয়ে দল ছাড়লেন জাপা মহাসচিব

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৮ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৩ পিএম

দীর্ঘদিন রাজনীতি করার পরও নিজের দল জাতীয় পার্টি (কাজী জাফর) ও রাজনৈতিক মিত্র বিএনপির কাছ থেকে বঞ্চনার শিকার দাবি করে মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন আহসান হাবীব লিংকন।

রোববার (২৮ ডিসেম্বর) সকালে তিনি নিজেই পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের প্রোফাইলে দেওয়া এক পোস্টে পদত্যাগের ঘোষণা দেন। একইসঙ্গে কুষ্টিয়া-২ (মিরপুর–ভেড়ামারা) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তের কথাও জানান।

তিনি জানান, সোমবার (২৯ ডিসেম্বর) তিনি মনোনয়নপত্র সংগ্রহ করবেন।

ফেসবুক পোস্টে আহসান হাবীব লিংকন উল্লেখ করেন, আসন্ন নির্বাচনে দলীয় মনোনয়ন না পাওয়া এবং দীর্ঘ রাজনৈতিক ত্যাগের যথাযথ মূল্যায়ন না হওয়ায় তিনি হতাশ। তার দাবি, বিএনপি ও জাতীয় পার্টি, উভয় দিক থেকেই তিনি বিশ্বাসঘাতকতার শিকার হয়েছেন। অতীতে গ্রেফতার, কারাবরণ, হামলা ও মামলার অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি জানান, এসব ত্যাগের পরও তার প্রতি ন্যায়বিচার হয়নি।

এ অবস্থায় দলীয় রাজনীতি থেকে সরে এসে ‘জনগণের আদালতে’ যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান লিংকন। তিনি বলেন, ‘ভবিষ্যৎ রাজনৈতিক পথচলা জনগণের রায়ের ওপরই নির্ভর করবে।’

আহসান হাবীব লিংকন ১৯৮৮ সালে জাতীয় পার্টির (লাঙ্গল প্রতীক) প্রার্থী হিসেবে কুষ্টিয়া-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। বর্তমানে তিনি কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

বিইউ/এআর