images

রাজনীতি

ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হলেন তারেক রহমান 

নিজস্ব প্রতিবেদক

২৮ ডিসেম্বর ২০২৫, ০৪:৫২ পিএম

নির্বাচন কমিশনের অনুমোদনের প্রেক্ষিতে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (২৮ ডিসেম্বর) ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য জানান।

তিনি জানান, তারেক রহমান সাহেবের ভোটার  তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার বিষয়টি নির্বাচন কমিশন  কর্তৃক  অনুমোদিত হয়েছে।

এরআগে গতকাল শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে নির্বাচন কমিশনের প্রশিক্ষণ ভবনে এসে জাতীয় পরিচয়পত্রের সকল কার্যক্রম সম্পন্ন করে যান তিনি। একই সময় তার কন্যা জাইমা রহমানও এনআইডির জন্য সকল কার্যক্রম সম্পন্ন করেন।

গত ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশের ফেরেন তিনি। এরপর থেকে নানা কর্মসূচি তিনি করছেন।

সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আর ভোট গ্রহণ করা হবে ১২ ফেব্রুয়ারি।

এমএইচএইচ/এফএ