নিজস্ব প্রতিবেদক
২৮ ডিসেম্বর ২০২৫, ০২:৫৮ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদোশ জামায়াতে ইসলামীর সঙ্গে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জোটগতভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে। এমন সিদ্ধান্ত দলটির ঘোষিত আদর্শের সঙ্গে যায় না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
রোববার (২৮ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি। নজরুল ইসলাম খানের নেতৃত্ব বিএনপির তিন সদস্যের একটি প্রতিনিধিদল বৈঠকে অংশ নেন।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, নির্বাচনে সামাজিক মাধ্যমে এআইয়ের অপব্যবহার নিয়ে আলোচনা হয়েছে। এআইয়ের অপব্যবহার ও অপপ্রচারের বিরুদ্ধে ইসির জোরালো পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে।
তিনি বলেন, আরপিওতে না থাকা সত্বেও মনোনয়ন জমা দেওয়ার কাগজপত্রে সন্তানের সম্পদের হিসাব জমা দেওয়ার বিষয়টি জটিলতা সৃষ্টি করছে, এ বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। আমাদের উদ্বেগ বুঝতে পেরে বিষয়টি স্পষ্ট করতে ব্যবস্থা নেবেন বলে জানিয়েছে কমিশন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এনসিপি-জামায়াত জোটের বিষয়টি তাদের দলীয় সিদ্ধান্ত, আদর্শ অনুযায়ী অন্যদলের সাথে জোট করা রাজনৈতিক অধিকার, তবে ঘোষিত আদর্শের সাথে এনসিপির বর্তমান সিদ্ধান্ত যায় না।
এমএইচএইচ/এএস