নিজস্ব প্রতিবেদক
২৭ ডিসেম্বর ২০২৫, ০৭:৩০ পিএম
ঢাকা-১৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনি। জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা সামনে রেখে শনিবার তার ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক আইডিতে প্রকাশিত একটি ভিডিও বার্তায় তিনি এ ঘোষণা দেন।
ভিডিওতে রনি জানান, ভারতীয় আধিপত্যবিরোধী অবস্থান এবং ভিনদেশি আগ্রাসনমুক্ত ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্য সামনে রেখে তিনি ঢাকা-১৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী কার্যক্রম শুরু করতে চান।
তিনি আরও বলেন, নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থিতা বৈধ রাখতে তাকে সমর্থকদের তালিকা জমা দিতে হবে। এ জন্য ঢাকা-১৮ আসনের আওতাভুক্ত এয়ারপোর্ট, উত্তরা, খিলক্ষেত, আশকোনা, উত্তরখান, দক্ষিণখান ও তুরাগ এলাকার মধ্য থেকে অন্তত ২০০ জন শুভানুধ্যায়ীর সহযোগিতা প্রয়োজন, যারা আসনের ভোটারদের কাছ থেকে তার পক্ষে সমর্থন সংগ্রহ করবেন।
এআর