images

রাজনীতি

ভোটার হতে ছবি ও আঙুলের ছাপ দিলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

২৭ ডিসেম্বর ২০২৫, ০১:২৯ পিএম

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন সম্পন্ন করতে ছবি ও আঙুলের ছাপ দিলেন তারেক রহমান। শনিবার (২৭ ডিসেম্বর) নির্বাচনি প্রশিক্ষণ ইন্সটিটিউটে এনআইডি’র এই কার্যক্রম সম্পন্ন করেন তিনি।

সরেজমিনে দেখা যায়, এনআইডির নিবন্ধন আবেদনের সঙ্গে তারেক রহমান ছবি, ১০ আঙুলের ছাপ ও চোখের আইরিশ দিয়ে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেছেন। এখন জাতীয় পরিচয়পত্রের নাম্বার পাওয়ার পর আবেদনের প্রেক্ষিতে কমিশন তাকে ভোটার তালিকায় যুক্ত করবে।

TR2

এর আগে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার ঢাকা মেইলকে জানান, জাতীয় পরিচয়পত্র নেওয়ার পর তিনি ভোটার তালিকায় যুক্ত হওয়ার জন্য আবেদন করবেন কমিশন সে অনুযায়ী ব্যবস্থা নেবে। এক্ষেত্রে আইনি কোনো জটিলতা নাই।

তারেক রহমান ভোটার হতে নির্বাচন কমিশনে আসলে অতিরিক্ত কোনো নিরাপত্তার ব্যবস্থা করবেন কিনা- জানতে চাইলে তিনি বলেন, আমাদের নির্বাচন ভবন কেপিআই প্রতিষ্ঠান। সে হিসাবে নিরাপত্তা ব্যবস্থা যতটুকু থাকা দরকার নির্বাচন কমিশন সবসময় এটা নিশ্চিত করে। সুতরাং এখানে যারা ভোটার হতে আসেন বা আসবেন এই নিরাপত্তাটা আমরা ব্যবস্থা রাখি সবসময়।

এমএইচএইচ/এফএ