জ্যেষ্ঠ প্রতিবেদক
২৭ ডিসেম্বর ২০২৫, ১২:২৫ পিএম
রাষ্ট্রের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতিতে জনমনে তৈরি হওয়া উদ্বেগ ও উৎকণ্ঠা নিরসনে সামাজিক উদ্বুদ্ধকরণের লক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আগামী ৩ জানুয়ারি রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিতব্য মহাসমাবেশ সফলভাবে বাস্তবায়নের জন্য প্রস্তুতি সভা করেছে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াত।
শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে মহানগরী দক্ষিণ কার্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির।
সভা সঞ্চালনা করেন- কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
সভায় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেনসহ মহানগরীর কর্মপরিষদ সদস্য আব্দুস সালাম, আবদুর রহমান, কামরুল আহসান হাসান, সৈয়দ সিরাজুল হক, শাহীন আহমেদ খান ও মাওলানা শরীফুল ইসলাম। এছাড়াও মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য, থানা আমির ও বিভাগীয় দায়িত্বশীল নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
সভায় নেতৃবৃন্দ বলেন, শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার, অবৈধ অস্ত্র উদ্ধার এবং সর্বস্তরে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হলে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জনমনে সৃষ্ট উদ্বেগ ও উৎকণ্ঠা দূর করা সম্ভব নয়। সরকারের ওপর জনগণের আস্থা বজায় রাখতে এসব দাবি বাস্তবায়ন জরুরি বলে তারা উল্লেখ করেন।
নেতৃবৃন্দ আরও বলেন, এসব বিষয় নিশ্চিত না হলে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক বিশ্বাসযোগ্য নির্বাচন সম্পন্ন করা সম্ভব হবে না। এ কারণে আগামী ৩ জানুয়ারি অনুষ্ঠিতব্য মহাসমাবেশে দলমত নির্বিশেষে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে গণমানুষের তিন দফা দাবি আদায়ের আহ্বান জানান তারা।
সভা শেষে মহাসমাবেশ সফলভাবে বাস্তবায়নের সার্বিক দিক নিয়ে আলোচনা করা হয় এবং কেন্দ্রীয় নির্দেশনার আলোকে দায়িত্বশীলদের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়।
টিএই/এমআই