images

রাজনীতি

পঙ্গু হাসপাতালে যাবেন না তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

২৭ ডিসেম্বর ২০২৫, ১১:৪৬ এএম

জুলাই গণঅভ্যুত্থানের আহত না থাকায় পঙ্গু হাসপাতালে যাবেন না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (২৭ ডিসেম্বর) বিএনপির মিডিয়া সেলের এক ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়েছে, ‘জুলাই গণঅভ্যুত্থানের আহত না থাকায় তারেক রহমান পঙ্গু হাসপাতালে যাবেন না।’

Screenshot_2025-12-27_113941

এরপর তারেক রহমান আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন করবেন।

এর আগে, বৃহস্পতিবার ১৭ বছর পর দেশে ফেরেন তারেক রহমান। লন্ডনে নির্বাসিত জীবন শেষে তাঁর প্রত্যাবর্তন ঘিরে ঢাকায় লাখ লাখ নেতাকর্মী, সমর্থকসহ সাধারণ মানুষের অভূতপূর্ব জমায়েত হয়। ঢাকার পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় অনুষ্ঠিত সংবর্ধনা সমাবেশে সারা দেশ থেকে দলের মনোনীত প্রার্থীরা যোগ দেন। প্রত্যেকে নিজ নিজ এলাকা থেকে নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে আসেন। সংবর্ধনা কর্মসূচি শেষে তাঁরা আবার এলাকায় ফিরে গেছেন।

মআই