নিজস্ব প্রতিবেদক
২৭ ডিসেম্বর ২০২৫, ১১:০৯ এএম
ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনে শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করতে আসবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার আগমন উপলক্ষে রাজধানীর শাহবাগ এলাকা নিরাপত্তা জোরদার করা হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) ১১টার পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের অবস্থিত হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান।
সরেজমিন গিয়ে দেখা যায়, শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করা হয়েছে। নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, বিজিবিসহ কয়েকটি রাষ্ট্রীয় সংস্থার সদস্যদের ব্যাপক উপস্থিতি রয়েছে।
এদিকে তারেক রহমানকে স্বাগত জানাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সকাল থেকে শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এসেছেন।
নির্ধারিত সূচি অনুযায়ী, বেলা ১১টায় শহীদ হাদির কবর জিয়ারত করতে আসবেন তারেক রহমান। এরপর নির্বাচন কমিশনে গিয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন কার্যক্রমে অংশ নেবেন। তারপর তিনি জুলাই গণঅভ্যুত্থানে আহতদের খোঁজখবর নিতে রাজধানীর পঙ্গু হাসপাতাল পরিদর্শনে যাবেন।
এর আগে গতকাল বৃহস্পতিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর লন্ডন থেকে স্বদেশ প্রত্যাবর্তন করেন। তাকে অভ্যর্থনা জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে সংলগ্ন এলাকায় অগণিত মানুষের সমাগম ঘটে। ঐতিহাসিক ও নজিরবিহীন জনসমাগমে ঢাকা মহানগরী জনসমুদ্রে পরিণত হয়।
পরে বিকেলে রাজধানীর ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে (৩০০ ফিট) আয়োজিত বিশাল গণসংবর্ধনায় তিনি তার ভবিষ্যৎ পরিকল্পনা ও দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। জনসমুদ্রে দাঁড়িয়ে আবেগঘন কণ্ঠে তিনি তুলে ধরেন এক নিরাপদ ও বৈষম্যহীন বাংলাদেশের চিত্র, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত হবে।
এসএইচ/এএস