images

রাজনীতি

ধানের শীষে লড়তে এবার বিএনপিতে যাচ্ছেন রাশেদ খান

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৬ ডিসেম্বর ২০২৫, ১১:৩২ পিএম

এবার ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে লড়তে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন বিএনপিতে যোগ দিচ্ছেন। 

শুক্রবার (২৬ ডিসেম্বর) গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নুরুল হক নুর বলেন, কৌশলগত কারণে গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করে ধানের শীষে নির্বাচন করবেন রাশেদ খান। ইতোমধ্যেই তাকে অনুমতি দেওয়া হয়েছে। 

দলীয় সূত্রে জানা যায়, রাশেদ খাঁন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিচ্ছেন। সেক্ষেত্রে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক কে হবেন তা নির্বাহী পরিষদ এবং উচ্চতর পরিষদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।

এরআগে ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানকে আসন সমঝোতার কারণে ছাড় দেয় বিএনপি। এরপর থেকে তাকে অবাঞ্ছিত ঘোষণা করে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপির নেতাকর্মীরা।

শুক্রবার বিকেল সাড়ে চারটায় কালীগঞ্জ শহরের প্রধান বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে শহর ঘুরে একই স্থানে গিয়ে বিক্ষোভ মিছিল শেষ হয়। বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া অনেকের পরনে ছিল কাফনের কাপড়। এ সময় তারা রাশেদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম (ফিরোজ) ও প্রয়াত সাবেক সংসদ সদস্য শহিদুজ্জামান বেল্টুর সহধর্মিণী জেলা বিএনপির উপদেষ্টামণ্ডলীর সদস্য মুর্শিদা জামান বেল্টু।

এরআগে ধানের শীষ নিয়ে নির্বাচন করতে বিএলডিপির শাহাদাত হোসেন সেলিম, জাতীয় দলের এহসানুল হুদা, এলডিপির ড. রেদোয়ান আহমদ বিএনপিতে যোগ দিয়েছেন। কারণ নির্বাচন কমিশনের আরপিও সংশোধনী অনুযায়ী কোনো দল জোট করলেও নেতাদের নিজ দলের প্রতীকে নির্বাচন করতে হবে।

বিইউ/এমএইচআর