images

রাজনীতি

বাবার কবরের পাশে আবেগাপ্লুত তারেক রহমান

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৬ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৭ পিএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাবার কবরের পাশে দাঁড়ানোর সুযোগ হয়েছিল সেই ২০০৬ সালে। মাঝে এক এগারোর সরকারের সময় গ্রেফতার, রিমান্ডে নির্যাতনে শারীরিকভাবে মারাত্মক আহত হন। দেশে চিকিৎসার পর জামিনে মুক্তি পেয়ে ২০০৮সালে উন্নত চিকিৎসার জন্য চলে যান যুক্তরাজ্যে। মাঝে কেটে গেছে ১৯ বছর। 

বৃহস্পতিবার দেশে ফেরার এক দিন পর শুক্রবার (২৬ ডিসেম্বর) তারেক রহমান গেলেন বাবার কবর জিয়ারত করতে। দলের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে কবর জিয়ারত শেষে তাদের বিদায় জানিয়ে সেখানে একা নীরবে দাঁড়িয়ে থাকেন তারেক রহমান। এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। বারবার টিস্যু দিয়ে মুছে ফেলেন চোখের পানি।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে বিএনপির প্রতিষ্ঠাতা ও বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শেরেবাংলা নগরে অবস্থিত মাজার জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেন। পরে আবেগাপ্লুত তারেক রহমানকে আবারও মোনাজাত করতে দেখা যায়। 

605633293_1443556240466634_5001573859227365642_n
শুক্রবার জিয়ার রহমানের কবর জিয়ারত করেন তারেক রহমান। ছবি: ঢাকা মেইল

 

দুপুরের দিকে গুলশানের বাসা থেকে বের হওয়ার পর নেতাকর্মীদের ভিড় ঠেলে ধীরে ধীরে এগিয়ে যায় তার গাড়িবহর। বিকেল পৌনে ৫টার দিকে তিনি জিয়া উদ্যানে পৌঁছান। কবর জিয়ারতের সময় তারেক রহমানের সঙ্গে ছিলেন বিএনপির শীর্ষস্থানীয় নেতাসহ অসংখ্য নেতাকর্মী। তবে আইনশৃঙ্খলা বাহিনী ও তার নিজস্ব নিরাপত্তায় নিয়োজিত সদস্যরা কবরের মূল বেদিতে সাধারণ নেতাকর্মীদের ঢুকতে দেয়নি।

এর আগে, দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে তারেক রহমান লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও একমাত্র মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।

ঢাকা বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে স্বাগত জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। বিমানবন্দর থেকে সর্বোচ্চ নিরাপত্তা ও প্রটোকলে বুলেটপ্রুফ বাসে করে তিনি পূর্বাচল ৩০০ ফিট এলাকার সংবর্ধনা মঞ্চে পৌঁছান। এ সময় রাস্তার দুই ধারে নেতাকর্মী ও সমর্থকদের ঢল নামে।

বিইউ/ক.ম