নিজস্ব প্রতিবেদক
২৬ ডিসেম্বর ২০২৫, ০৬:১৭ পিএম
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম। নতুন সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত হয়েছেন সিবগাতুল্লাহ সিবগা।
শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত কেন্দ্রীয় সদস্য সম্মেলনে নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়।
নুরুল ইসলাম সাদ্দাম এর আগে সংগঠনটির সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্বে ছিলেন। তিনি ছাত্রশিবিরের কেন্দ্রীয় দফতর সম্পাদকসহ একাধিক সম্পাদকীয় পদেও দায়িত্ব পালন করেছেন। খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা সাদ্দাম বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত উদ্যোক্তা অর্থনীতিতে পোস্ট–গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্সে অধ্যয়নরত।
অপরদিকে সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ ২০২৫ সেশনে সংগঠনটির দফতর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি ছিলেন। পাশাপাশি কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক, প্রকাশনা ও সাহিত্য সম্পাদকসহ আরও কয়েকটি সম্পাদকীয় পদে দায়িত্ব পালন করেন তিনি।
জানা গেছে, সিবগাতুল্লাহর গ্রামের বাড়ি ঠাকুরগাঁওয়ে। বাবা মাওলানা আব্দুল হাকিম ঠাকুরগাঁও-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী। তিনি জেলা জামায়াতের সাবেক আমির।
সিবগাতুল্লাহ আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন জুলাই গণঅভ্যুত্থানের পর তার ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি হওয়ার পরিচয় সামনে আসলে। ওই সময়ে তিনি সংগঠনটির কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক ছিলেন। এর আগে কেন্দ্রীয় শিক্ষা এবং প্রকাশনা সম্পাদকও ছিলেন তিনি।
সংগঠনটির উপস্থাপিত তথ্যে জানানো হয়, সদস্যদের প্রত্যক্ষ ভোটে বর্তমান সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম সভাপতি নির্বাচিত হন। পরে ছাত্রশিবিরের সাংবিধানিক নীতির আলোকে তিনি সিবগাতুল্লাহকে নতুন সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত করেন।
এআর