images

রাজনীতি

‘শিবিরকে আদর্শিকভাবে মোকাবিলা করতে না পেরে একটি মহল অপপ্রচারে নেমেছে’

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৬ ডিসেম্বর ২০২৫, ০৫:১৯ পিএম

ইসলামী ছাত্রশিবিরের আদর্শিক আন্দোলনকে যুক্তি ও নৈতিকতা দিয়ে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে একটি মহল পরিকল্পিত অপপ্রচারে নেমেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, রাজনৈতিক ইতিহাসের মহাসত্য হলো—জাতি কখনো মিথ্যাচারকে বিশ্বাস করে না; সত্য শেষ পর্যন্ত উদ্ভাসিত হয়।

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর চীন–মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন–২০২৫ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বক্তব্যে তিনি ইসলামী ছাত্রশিবিরকে দুঃসাহসী, নির্ভীক ও বিজয়ী শক্তি হিসেবে আখ্যায়িত করে বলেন, বহু আত্মত্যাগ ও শাহাদাতের রক্তের বিনিময়ে আন্দোলন আজ এই পর্যায়ে এসেছে। একটি কালো অধ্যায় পেছনে ফেলে জাতিকে ঐক্যবদ্ধ হয়ে সামনে এগোনোর সময়ে নতুন করে ষড়যন্ত্র ও বিভ্রান্তির চেষ্টা চলছে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ছাত্রশিবিরের আদর্শবাদী আন্দোলনকে যখন যুক্তি ও আদর্শ দিয়ে পরাজিত করা যায়নি, তখনই মিথ্যাচার, অপপ্রচার ও নানা প্রযুক্তি ব্যবহার করে জাতিকে বিভ্রান্ত করার পথ বেছে নেওয়া হয়েছে। স্বাধীনতাবিরোধী, সন্ত্রাসী বা গুপ্ত সংগঠন—এ ধরনের তকমা দিয়ে সত্য চাপা দেওয়ার চেষ্টা হলেও রাজনৈতিক পটপরিবর্তনের পর বাস্তবতা স্পষ্ট হয়েছে।

তিনি আরও বলেন, চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়সহ সাধারণ মানুষ এসব অপপ্রচার প্রত্যাখ্যান করে প্রমাণ করেছে—শিক্ষার্থীরা অসত্যে বিভ্রান্ত হয়নি। নতুন বাংলাদেশ গড়ার অভিযাত্রায় ইসলামী ছাত্রশিবিরের পাশে গোটা জাতি থাকবে বলেও তিনি দাবি করেন।

অনুষ্ঠানে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি সাদ্দাম হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ দলের শীর্ষ নেতারা।

টিএই/এআর