নিজস্ব প্রতিবেদক
২৬ ডিসেম্বর ২০২৫, ০৩:১৪ পিএম
রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরস্থানের আশপাশে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি থাকলেও পেশাগত দায়িত্ব পালন করতে আসা সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল থেকেই কবর এলাকার বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা জোরদার করা হয় এবং নির্দিষ্ট কিছু ব্যক্তিকে ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়। তবে সংবাদকর্মীদের আটকে দেওয়া হয়।
সরেজমিনে দেখা গেছে, কবরের চারপাশের সড়ক ও প্রবেশপথে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছেন। একইসঙ্গে বিভিন্ন জায়গায় দলীয় নেতাকর্মীদের জটলা দেখা গেলেও সাংবাদিকরা ভেতরে প্রবেশ করতে চাইলে তাদের পরিচয়পত্র দেখানো সত্ত্বেও অনুমতি দেওয়া হয়নি। অনেক ক্ষেত্রে তাদের অপেক্ষা করতে বলা হয়, আবার কোথাও সরাসরি ভেতরে ঢুকতে নিষেধ করা হয়।
ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন সাংবাদিক জানান, এটি একটি রাষ্ট্রীয়ভাবে গুরুত্বপূর্ণ স্থান এবং রাজনৈতিকভাবে সংবেদনশীল কর্মসূচি হওয়ায় সংবাদ সংগ্রহের জন্য তাদের উপস্থিতি স্বাভাবিক। কিন্তু এভাবে বাধা দেওয়ায় তারা দায়িত্ব পালন করতে পারছেন না। এতে সংবাদকর্মীদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ ক্ষুণ্ন হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।
তারা বলছেন, নিরাপত্তা নিশ্চিত করা অবশ্যই জরুরি, কিন্তু সংবাদ সংগ্রহে অযৌক্তিক বাধা গণতান্ত্রিক চর্চার পরিপন্থী। তারা দ্রুত এ ধরনের পরিস্থিতির সুষ্ঠু সমাধান চান।
অন্যদিকে কবর এলাকার ভেতরে ও আশপাশে থাকা নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা শ্রদ্ধা নিবেদন ও কর্মসূচিতে অংশ নিতে এসেছেন। অনেকেই সকাল থেকেই সেখানে অবস্থান করছেন। তবে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা কেন—এ বিষয়ে তারা স্পষ্ট কোনো তথ্য দিতে পারেননি।
কেউ ঢুকতে চাইলেও বিভিন্নভাবে লাঞ্ছিত করার অভিযোগে উঠে নেতাকর্মীদের বিরুদ্ধে। বিএনপি নেতাকর্মীরা বলেন, এটা কোনো সাধারণ কর্মসূচি না, এটা আমাদের আবেগ, আমাদের বিশ্বাস আর দীর্ঘদিনের অপেক্ষার ফল। শহীদ জিয়ার কবর আমাদের কাছে পবিত্র একটি স্থান। দীর্ঘ বছর ধরে আমরা এখানে আসতে পারিনি, স্বাভাবিকভাবে শোক প্রকাশ করতে পারিনি। আজ যখন সেই সুযোগ এসেছে, তখন আমরা চাই শান্তিপূর্ণভাবে, শৃঙ্খলার মধ্য দিয়ে আমাদের নেতার প্রতি শ্রদ্ধা জানাতে।
নেতাকর্মীরা বলেন, সাংবাদিকদের প্রবেশে ভিড় বাড়ে, ছবি তোলা ও ভিডিও করার কারণে পরিবেশ অস্থির হয়ে ওঠে, এতে আমাদের আবেগে আঘাত লাগে। আমরা কাউকে অপমান করতে চাই না। কিন্তু এই মুহূর্তটা শুধু আমাদের জন্য। আমাদের নেতাকে আমরা নিজের চোখে দেখব, নিজের মতো করে শ্রদ্ধা জানাব—এটাই আমাদের দাবি। এখানে কোনো বিশৃঙ্খলা বা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলেও কিছু করার নাই। অতীতে অনেক সময় দেখা গেছে মিডিয়ার ভিড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। তাই আপনারা বাইরে থেকে কাভার করুন।
নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্র বলছে, সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট ও জনসমাগমের বিষয়টি বিবেচনায় রেখে কবর এলাকায় বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সাময়িকভাবে প্রবেশ নিয়ন্ত্রণ করা হচ্ছে বলে তারা দাবি করেন। তবে সাংবাদিকদের ক্ষেত্রে কেন এই কড়াকড়ি—সে বিষয়ে কোনো লিখিত নির্দেশনার কথা জানানো হয়নি।
এএইচ/এসএইচ/ক.ম