জেলা প্রতিনিধি
২৬ ডিসেম্বর ২০২৫, ০১:২৭ এএম
দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে নির্বাচনী কার্যক্রম শুরু করেছেন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের ইসলামপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তিনি তার দাদা-দাদির কবর জিয়ারত করেন। রুমিন ফারহানার দাদা-দাদি এ গ্রামের বাসিন্দা ছিলেন।
স্থানীয় যুবদলের সাবেক নেতা আলী হোসেনের মাধ্যমে নির্বাহী কর্মকর্তার কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন রুমিন ফারহানা। তিনি জানিয়েছেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার প্রতীক হাঁস হতে পারে।
আরও পড়ুন: পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপির জোট শরিক জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মাওলানা জুনায়েদ আল হাবিবকে জোটের প্রার্থী ঘোষণা করেছে। তিনি খেজুরগাছ প্রতীক নিয়ে নির্বাচনে লড়বেন। রুমিন ফারহানা এই সিদ্ধান্তকে ‘অসম্মানজনক’ বলে উল্লেখ করেছেন।
রুমিন ফারহানা সাংবাদিকদের বলেন, ‘১৭ বছর আমি অন্যায়ের বিরুদ্ধে লড়েছি, মানুষের অধিকারের পক্ষে সংগ্রাম করেছি। এলাকাবাসীর একটাই দাবি ছিল, জোট প্রার্থী দেবেন না। কিন্তু সেই আকুতি গ্রাহ্য করা হয়নি। মানুষ ভোটের মাধ্যমে এর জবাব দেবে। আমি আজ থেকে নির্বাচনী প্রচার শুরু করলাম। এলাকার মানুষের দোয়া চাই, তাদের সমর্থন চাই।’
স্থানীয়দের একাংশের মতে, রুমিন ফারহানা এলাকায় সক্রিয় থাকলেও দলীয় সিদ্ধান্তের কারণে তিনি মনোনয়ন পাননি। তবে তার স্বতন্ত্র প্রার্থিতা আসনের রাজনৈতিক সমীকরণকে জটিল করে তুলতে পারে।
মনোনয়নপত্র জমার শেষ তারিখ ২৯ ডিসেম্বর। রুমিন ফারহানার পূর্ণাঙ্গ প্রক্রিয়া সেই তারিখের মধ্যে সম্পন্ন হবে বলে জানানো হয়েছে।