নিজস্ব প্রতিবেদক
২৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৩২ পিএম
রাজধানীর গুলশান-২ নম্বর গুলশান নর্থ অ্যাভিনিউর ১৯৬ নম্বর বাড়িতে কয়েক স্তরে বাড়ানো হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, র্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত করা হয়েছে। এছাড়াও চারপাশে বাড়তি নিরাপত্তা, সিসিটিভি ক্যামেরা ও অস্থায়ী ছাউনি লাগানো হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) গুলশান নর্থ অ্যাভিনিউ এলাকাজুড়ে বিশেষ নিরাপত্তার চিত্র দেখা গেছে।
দীর্ঘ ১৭ বছরের প্রবাস জীবন শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে রাজধানীর গুলশান-২ এর গুলশান নর্থ অ্যাভিনিউর ১৯৬ নম্বর বাড়িতে যাবেন। ফলে বাড়িটির আশেপাশের সড়কসহ পুরো এলাকা নিরাপত্তা ব্যবস্থা জেরদার করা হয়েছে।
এদিকে সরকারি নিরাপত্তার পাশাপাশি বিএনপির নিজস্ব ব্যবস্থাপনাতেও আলাদা নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। শুধু বাসভবন নয়, গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তারেক রহমানের জন্য আলাদা কক্ষ প্রস্তুত করা হয়েছে। এছাড়া গুলশানের ৯০ নম্বর সড়কের ১০/সি নম্বর বাড়িতে নতুন চারতলা রাজনৈতিক কার্যালয়ে কার্যক্রম শুরু করেছে বিএনপি।
কয়েক মাস আগে গুলশানের নর্থ অ্যাভিনিউর ১৯৬ নম্বর বাড়ীর আনুষ্ঠানিকভাবে মালিকানা দলিল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নামে হস্তান্তর করা হয়। পাশেই রয়েছে ‘ফিরোজা’, খালেদা জিয়ার দীর্ঘদিনের বাসভবন। তবে, এ এলাকা জুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে নিরাপত্তা জেরদার করা হয়েছে।
একেএস/ক.ম