images

রাজনীতি

আমার মন পড়ে আছে হাসপাতালে মায়ের বিছানার পাশে: তারেক রহমান

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৫ ডিসেম্বর ২০২৫, ০৫:০৫ পিএম

একদিকে মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদিকে ১৭ বছর নির্বাসিত থাকার পর দেশে ফিরে আসার পর সংবর্ধনাস্থলে লাখ লাখ নেতাকর্মীর অপেক্ষা তার জন্য। এমন পরিস্থিতিতে হাসপাতালে যাওয়ার আগে সংবর্ধনায় অংশ নিয়ে মাকে দেখতে গেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সংবর্ধনা মঞ্চে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ‘সন্তান হিসেবে মায়ের সুস্থতার জন্য দোয়া চাই। সন্তান হিসেবে আমার মন মায়ের হাসপাতালে বিছানার পাশে পড়ে আছে। সেই মানুষগুলো যাদের জন্য তিনি জীবন উৎসর্গ করেছেন। সেই মানুষগুলোকে কোনোভাবে আমি ফেলে যেতে পারিনি। সে কারণে আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশের জন্য এখানে দাঁড়িয়েছি।’

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ৩০০ ফিট সড়কের গণসংবর্ধনা মঞ্চে বক্তব্যের এক অংশে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বক্তব্যে বলেন, ‘আমাদেরকে আজ নিশ্চিত করতে হবে আমরা যে ধর্মের মানুষই হই, যে শ্রেণির মানুষই হই, যে রাজনৈতিক দলেরই সদস্য হই অথবা একজন নির্দলীয় ব্যক্তি হই— যেকোনো মূল্যে আমাদের এই দেশের শান্তি-শৃঙ্খলা ধরে রাখতে হবে।’

তিনি আরও বলেন, ‘যেকোনো মূল্যে যেকোনো বিশৃঙ্খলাকে পরিত্যাগ করতে হবে। আমাদের নিশ্চিত করতে হবে যাতে প্রতিটি মানুষ নিরাপদ থাকতে পারে। শিশু, নারী কিংবা পুরুষ— যেকোনো বয়স, শ্রেণি, পেশা বা ধর্মের মানুষ যেন নিরাপদ থাকে; এটিই হোক আমাদের আজকের চাওয়া। আসুন সবাই মিলে আজ আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই।’

বিইউ/এফএ