নিজস্ব প্রতিবেদক
২৫ ডিসেম্বর ২০২৫, ০৪:৫১ পিএম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর বক্তব্য চলাকালে তাকে এক নজর দেখতে সড়ক-ফ্লাইওভার,বাস ও ফুটওভার ব্রিজের ওপর জীবনের ঝুঁকি নিয়ে বিএনপির নেতাকর্মীরা ভিড় করেছেন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল ৪টার পর কুড়িল ৩০০ ফিট এলাকায় বিএনপির সমাবেশস্থলে তারেক রহমান যোগদান করেন।
মানিকগঞ্জ থেকে আসা মোহাম্মদ আমীর নামে এক বিএনপি কর্মী জানান, আমাদের অনেক বছরের সাধনা, তারেক রহমানকে এক নজর দেখব। আজকে বহু বছর পর সে দেশের মাটিতে পা রেখেছে। তাকে এক নজর দেখতে পারলে আমাদের মন জুড়াবে।
শহীদুল্লাহ নামে আরেক কর্মী জানান, আমরা গত এক সপ্তাহ যাবৎ অপেক্ষা করছি। কখন আমাদের নেতা তারেক রহমান দেশে ফিরবে। গত তিনদিন যাবৎ আমরা ৩০০ ফিট এলাকায় অবস্থান করছি। আজকে আমরা তাকে দেখার জন্য ফুটওভার ব্রিজের ওপর উঠেছি। আমাদের আজকে আনন্দ। আনন্দে আমরা আত্মহারা। আমাদের নেতা দেশের মাটিতে আবার ফিরে এসেছেন।

স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপি আয়োজিত সমাবেশে তাকে এক নজর দেখার জন্য জীবনের ঝুঁকি নিয়ে কেউ কেউ আশপাশের বাসাবাড়ির উঁচু ভবনের ছাদে অবস্থান নিয়েছেন। বেলা ৪ টার পর তারেক রহমানের বক্তব্য শুরু হলে নেতাকর্মীরা নানা স্লেগানে তাকে স্বাগত জানান। তার বক্তব্য শেষে তিনি এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওয়ানা হয়েছেন।
একেএস/এফএ