images

রাজনীতি

তারেক রহমানকে একনজর দেখতে পায়ে হেঁটে সমাবেশস্থলে দুই যুবক

নিজস্ব প্রতিবেদক

২৫ ডিসেম্বর ২০২৫, ০৪:০৯ পিএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে তাঁকে একনজর দেখতে সোহেল হাওলাদার ও নুরু মিয়া চাঁদপুর থেকে ঢাকায় ছুটে আসেন। সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে নেমে কোনো যানবাহন না পেয়ে তাঁরা পায়ে হেঁটেই কুড়িল ৩০০ ফিট এলাকায় পৌঁছান। দীর্ঘ পথ হেঁটে আসায় চরম ক্লান্ত হয়ে একপর্যায়ে সড়কের পাশে বসে পড়েন তাঁরা।

চাঁদপুর থেকে আসা এই দুই যুবক বলেন, আমাদের একটাই আকাঙ্ক্ষা-তারেক রহমানকে এক নজর দেখা। তাঁকে আমরা কখনো স্বচক্ষে দেখিনি। আজ সেই ইচ্ছা পূরণ হবে।

সোহেল হাওলাদার বলেন, ‘গতকাল রাতে লঞ্চে করে ঢাকার উদ্দেশে রওয়ানা হই। আমাদের প্রিয় নেতা তারেক রহমান দেশে ফিরছেন-এই খবরেই ছুটে এসেছি। তাঁকে কোনোদিন স্বচক্ষে দেখিনি, আজ সরাসরি দেখতে পারব। সদরঘাটে নেমে ৩০০ ফিটে যাওয়ার জন্য কোনো বাস বা গাড়ি পাইনি। তাই হেঁটেই চলে এসেছি। এত দূর হেঁটে শরীর ভীষণ ক্লান্ত হয়ে গেছে। এখন দাঁড়িয়ে থাকারও শক্তি পাচ্ছি না। তবুও নেতাকে এক নজর দেখতে পারলে মনে ও শরীরে নতুন শক্তি পাবো।’

সদরঘাট থেকে হেঁটে আসা আরেক যুবক নুরু মিয়া বলেন, ‘গতকাল রাতে চাঁদপুর থেকে লঞ্চে করে ঢাকায় এসেছি। সকালে সদরঘাটে নেমে কোনো গাড়ি না পেয়ে পায়ে হেঁটেই ৩০০ ফিট এলাকায় চলে আসি। আমাদের নেতা তারেক রহমান দেশে ফিরছেন-এই খবরই আমাদের টেনে এনেছে। গাড়ি না পেলেও আমরা হেঁটেই আসতাম। কারণ, কোনোদিন তাঁকে সরাসরি দেখিনি, শুধু টেলিভিশনে দেখেছি। আজ তাঁকে সামনে থেকে দেখতে পারব-এটাই আমার জীবনের সার্থকতা।’

এই দুই যুবক ছাড়াও তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কুড়িল ৩০০ ফিট এলাকায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ হেঁটে এসেছেন। সবার একটাই প্রত্যাশা-দীর্ঘদিন পর দেশে ফেরা তারেক রহমানকে অন্তত এক নজর দেখা।

‎একেএস/এমআই