নিজস্ব প্রতিবেদক
২৫ ডিসেম্বর ২০২৫, ০২:৩২ পিএম
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন সংবর্ধনাকে কেন্দ্র করে দুপুর গড়ালেও রাজধানীর নানা প্রান্ত থেকে মিছিল আসা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাজধানীতে এমন চিত্র দেখা যায়।
রাজধানীর ৩০০ ফিট এলাকায় আয়োজিত তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে বিভিন্ন এলাকা থেকে ধারাবাহিকভাবে মিছিল নিয়ে যাচ্ছেন বিএনপির নেতা-কর্মীরা। সকাল থেকেই ছোট-বড় মিছিলের উপস্থিতি থাকলেও বিকেলের দিকেও সেই স্রোত থামেনি। নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়গুলোতে দলীয় ব্যানার, ফেস্টুন ও স্লোগানসহ মিছিলের দেখা মিলছে।
মিরপুর, মোহাম্মদপুর, যাত্রাবাড়ী, ডেমরা, কেরানীগঞ্জ ও নারায়ণগঞ্জ সংযোগ সড়কসহ বিভিন্ন দিক থেকে দলে দলে নেতা-কর্মীরা সংবর্ধনা স্থলের উদ্দেশে রওনা হন। কেউ লোকাল বাস ভাড়া করে, কেউ ট্রাকে, আবার অনেককে পায়ে হেঁটেও মিছিল নিয়ে যেতে দেখা গেছে। সড়কের পাশে দাঁড়িয়ে থাকা মানুষজন এসব মিছিল দেখছেন, কেউ কেউ মোবাইলে ছবি ও ভিডিও ধারণ করছেন।
মিছিলগুলোর কারণে কিছু এলাকায় যান চলাচল ধীরগতির হয়ে পড়ে। বিশেষ করে সংবর্ধনা স্থলের আশপাশের সড়কগুলোতে গাড়ির চাপ বাড়তে থাকে। ট্রাফিক পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নির্দিষ্ট কিছু পয়েন্টে যানবাহন ঘুরিয়ে দিচ্ছে। তবে বিকেল পর্যন্ত কোথাও বড় ধরনের বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।
মিছিলে অংশ নেওয়া নেতা-কর্মীরা বলছেন, এটি তাদের জন্য একটি ঐতিহাসিক দিন। তাই সময় যাই হোক না কেন, সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকতে চান তারা। অনেকেই জানান, সকালে কাজ বা দূরত্বের কারণে দেরিতে বের হয়েছেন, এজন্য বিকেলেও মিছিল নিয়ে আসছেন।
একটি মিছিলের অগ্রভাগে থাকা এক কর্মী বলেন, আমরা সকালেই আসতে চেয়েছিলাম, কিন্তু রাস্তায় যানজট আর বাস সংকটের কারণে দেরি হয়েছে। তবুও নেতাকে এক নজর দেখার জন্য সবাই মিলে আসছি।
সব মিলিয়ে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে সংবর্ধনা স্থলে যাওয়ার দৃশ্য প্রমাণ করছে, এই কর্মসূচিকে ঘিরে আগ্রহ ও উপস্থিতি এখনও অব্যাহত। এতে করে সংবর্ধনা এলাকার চাপ যেমন বাড়ছে, তেমনি দিনের শেষভাগেও রাজধানীর রাজনীতিতে উত্তাপ বজায় থাকছে।
এম/এফএ