নিজস্ব প্রতিবেদক
২৫ ডিসেম্বর ২০২৫, ০১:৫৯ পিএম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর বিভিন্ন এলাকায় চলছে গণসংবর্ধনার প্রস্তুতি। বিশেষ করে কুড়িল বিশ্বরোড, কুর্মিটোলা, এমইএস ফ্লাইওভার এবং নিকুঞ্জ এলাকায় নেতাকর্মীরা সকাল থেকেই সমাবেশের জন্য উপস্থিত।
দীর্ঘ পথ হেঁটে আসা এবং রাতের শীত উপেক্ষা করে নেতা-কর্মীরা মঞ্চের আশেপাশে দাঁড়িয়ে আছেন। হেঁটে আসার ক্লান্তি কাটাতে তারা কলা ও রুটি খাচ্ছেন, কখনও একে অপরের সঙ্গে অভিজ্ঞতা শেয়ার করছেন। তাদের চোখে আশা, মুখে উচ্ছ্বাস; দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের অভিজ্ঞতা এবং নেতার স্বদেশ প্রত্যাবর্তনের আনন্দ যেন একত্রে ফুটে উঠেছে।
পাবনা থেকে আসা জালাল উদ্দিন বলেন, রাত কাটানো, হেঁটে আসা দীর্ঘ পথ— কোনো কিছুতেই আমাদের উদ্দীপনা কমাতে পারেনি। আজকের এই মুহূর্তে আমরা নিজেদের শক্তিশালী অনুভব করছি। দলের প্রতি ভালোবাসা এবং নেতার স্বদেশ প্রত্যাবর্তন আমাদের প্রেরণা জোগাচ্ছে।
পাশে বসে থাকা কামাল হোসেন যোগ করেন, যাত্রা দীর্ঘ হলেও আমরা ক্লান্তি ভুলে গেছি। দেশের মানুষ যেন শান্তি এবং শৃঙ্খলার মধ্যে থাকে, সেই কামনা আমাদের। কলা-রুটি খেয়ে বিশ্রাম নিলেও আমাদের কারো চোখে উদ্দীপনা কমছে না।
পীরগঞ্জ থেকে এসেছেন মামুন বিশ্বাস। তিনি জানান, দীর্ঘ সময় ধরে দলের জন্য কাজ করেছি। আজকের অপেক্ষা আমাদের ধৈর্য এবং বিশ্বাসকে আরও শক্তিশালী করেছে। দলের প্রতি ভালোবাসা আমাদের চলার শক্তি দেয়।
এদিকে দেশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নেতা-কর্মী সকাল থেকেই মঞ্চের আশেপাশে উপস্থিত হয়েছেন। তারা বসে বা দাঁড়িয়ে বিশ্রাম নিচ্ছেন, খাবার খাচ্ছেন এবং স্লোগান ও পতাকার সঙ্গে উৎসবমুখর পরিবেশ তৈরি করেছেন।
নিরাপত্তা নিশ্চিত করতে মঞ্চ ও আশেপাশের এলাকায় পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও টহল দিচ্ছে। তবে প্রস্তুতির কারণে সাধারণ মানুষের জন্য যান চলাচল কিছুটা বিঘ্নিত হয়েছে। কুড়িল বিশ্বরোড ফ্লাইওভার, কুর্মিটোলা এবং নিকুঞ্জ এলাকায় ব্যাপক যানজট লক্ষ করা গেছে। দীর্ঘ পথ পেরিয়ে, রাত কাটিয়ে এবং সরল খাবার খেয়ে নেতা-কর্মীরা এখন স্থির হয়ে নেতার আগমনকে স্মরণীয় করে তুলতে প্রস্তুত।
এএইচ/এফএ