images

রাজনীতি

মূল অনুষ্ঠান শুরুর আগেই চলে যাচ্ছেন বিএনপির অনেক নেতাকর্মী

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৫ ডিসেম্বর ২০২৫, ০১:৩৩ পিএম

অবশেষে দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে রাজধানীর ৩০০ ফিট এলাকা ও কুড়িল বিশ্বরোড এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। তবে সমাবেশের কার্যক্রম শুরু হওয়ার আগেই চলে যাচ্ছেন অনেক নেতাকর্মী।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সাড়ে ১২টার দিকে কুড়িল বিশ্বরোড এলাকায় দেখা যায়, বিশ্বরোড থেকে পায়ে হেঁটে বাড্ডা রামপুরার দিকে যাচ্ছেন অনেকে। তারা বলছেন, কিছুক্ষণ পরে অনেক জ্যাম হবে। আগেভাগে যাওয়াই ভালো।

এদিকে বৃহস্পতিবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হয়ে বাসে করে গণসংবর্ধনা অনুষ্ঠানের উদ্দেশে রওনা হন তারেক রহমান। বাসের সামনে দাঁড়িয়ে হাত কেড়ে নেতাকর্মীদের অভিবাদনের জবাব দিচ্ছেন তিনি। কিছু সময়ের মধ্যে সংবর্ধনা অনুষ্ঠানে পৌঁছাবেন তিনি।

20

এর আগে পৌনে ১২টার কিছু আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় তারেক রহমানকে বহনকারী বিমানটি।

বিএনপির মিডিয়া সেল থেকে সম্প্রচার করা একটি লাইভ ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের দরজা দিয়ে বেরিয়ে তিনি খোলা একটি অংশে দাঁড়ান। সেখানে ঝুঁকে মাটি ছুঁয়ে দেখেন তিনি। পরে জুতা খুলে কিছুক্ষণ খালি পায়ে দাঁড়ান সেখানে।

বিমানবন্দরে নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময়ের পর তিনি একটি বাসে ওঠেন। ঢাকায় ৩০০ ফিট এলাকায় যেখানে তাকে দলের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হবে সেই মঞ্চের উদ্দেশে রওনা হয় বাসটি।

টিএই/এএস