জ্যেষ্ঠ প্রতিবেদক
২৫ ডিসেম্বর ২০২৫, ১২:৪৯ পিএম
লক্ষ্মীপুর সদর উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব হোসেন ঢাকায় এসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এক নজর দেখার জন্য। বাড্ডা লিংক রোড থেকে পূর্বাচলের দিকে পায়ে হেঁটেই রওনা দিয়েছেন তিনি ও তার সঙ্গে থাকা দলের নেতাকর্মীরা।
গত ১৭ বছরে ঢাকার রাজপথে এভাবে খোলা মনে হাঁটার সুযোগ পাননি বলে জানালেন রাকিব। হাঁটতে হাঁটতে অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, ‘আজ ঢাকার রাজপথে বুক ফুলিয়ে চলছি। ভাই, এই খুশি ভাষায় বোঝানো যাবে না।’
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে প্রগতি সরণি হয়ে বসুন্ধরা গেটের দিকে যাওয়ার সময় কথা বলছিলেন তিনি।
রাকিব বলেন, ‘আজ প্রিয় নেতা আসছে। খুশিতে জাতীয় ও দলীয় পতাকা নিয়ে যাচ্ছি। আজ আমরা বুক ফুলিয়ে হাঁটতে পারতেছি এর চেয়ে খুশির আর কিছু হতে পারে না।’
তিনি আরো বলেন, ‘আমরা গতরাতেই লক্ষীপুর থেকে এসেছি। রাতে ছিলাম ভাটারা ওভারব্রিজের নিচে। এখন তারেক রহমানকে দেখার জন্য যাচ্ছি। তাকে আজ ১৭ বছর পর দেখব। ঈদের খুশি লাগছে।’
রাকিব আরো বলেন, ‘আমরা ১৭টা বছরে ঢাকায় বহুবার এসেছি কিন্তু এভাবে সমাবেশে যোগ দিতে পারিনি। হাঁটাচলা করতে পারিনি। আজ কোনো ভয় নেই মনে। আগে রাজপথে হাঁটলে পুলিশের দাবড়ানি, আওয়ামী লীগের নেতাকর্মীরা ধাওয়া দিতো। কি যে দিন কাটিয়েছি তাতো বলে বোঝানো যাবে না। ঘরে থাকতে পারতাম না। আজ রাজপথে বুক ফুলিয়ে চলছি, এ এক অন্যরকম আনন্দ।’
রাকিবের সঙ্গে ঢাকায় এসেছেন কমলনগর উপজেলার হাজীরহাট ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারী মিলন। তিনি বলেন, ‘আমাদের কাছে আজকের দিনটা ঈদের মতো লাগছে। বহুদিন পর তারেক জিয়াকে দেখতে পাব, এ আনন্দ অন্যরকম।’
তারা জানান, লক্ষীপুর জেলা থেকে কয়েক শতাধিক বাস ঢাকায় এসেছে। এসব বাসে শতশত নেতাকর্মীরা এসেছে শুধুমাত্র তারেক রহমানকে এক নজর দেখার জন্য।
এমআইকে/এমআর