images

রাজনীতি

যে বিশেষ বাসে সংবর্ধনা মঞ্চে যাবেন তারেক রহমান

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৫ ডিসেম্বর ২০২৫, ১০:৫৮ এএম

দীর্ঘ ৬ হাজার ৩শ ১৪ দিন পর বাংলাদেশে স্বপরিবারে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বহনকারী বিমানটি বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। কিছুক্ষণ পর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বিমানটি।

বিমানবন্দর থেকে বিশেষ বাসে করে কুড়িলের তিনশ ফিটের সংবর্ধনা মঞ্চে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

tarek-15

বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, তারেক রহমানকে সংবর্ধনা মঞ্চে নিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনালের সামনে প্রস্তুত করে রাখা হয়েছে ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান লেখা সম্বলিত লাল রঙের একটি বাস। এই বাসে করেই তারেক রহমান যাবেন ‘জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে’র মঞ্চে। সেখানে নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেবেন তিনি।

বিইউ/এমআর