images

রাজনীতি

তারেক রহমানকে স্বাগত জানাতে ৩০০ ফিটে জনসমুদ্র

নিজস্ব প্রতিবেদক

২৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৭ এএম

দীর্ঘ ১৭ পর দেশের মাটিতে পা রাখতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে তাকে বহনকারী বিমানটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।

বিএনপির এই নেতাকে সংবর্ধনা জানাতে রাজধানীর ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট) এলাকায় আয়োজন করা হয়েছে গণসংবর্ধনার। বুধবার রাত থেকেই ওই এলাকায় জড়ো হতে থাকেন তৃণমূলের নেতাকর্মী ও সমর্থকেরা। শীত উপেক্ষা করে অনেকেই রাত কাটিয়েছেন সেখানেই।

ভোরে ৩০০ ফিট এলাকা ঘুরে দেখা যায়, পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়েছে। চারদিক স্লোগানে স্লোগানে মুখরিত। নেতাকর্মী ও সমর্থকদের কণ্ঠে ভেসে উঠছে ‘বগুড়ার মাটি, তারেক ভাইয়ের ঘাঁটি’, ‘মা, মাটি ডাকছে-তারেক রহমান আসছে’, ‘তারেক ভাই বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’, ‘তারেক রহমান ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ এমন নানা স্লোগান দিচ্ছেন। এতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

শীত উপেক্ষা করেই ভোররাতে দূর-দূরান্ত থেকে আসছেন নেতাকর্মীরা। তাদের ভাষ্য, নেতাকে একনজর দেখতে পারলেই সব কষ্ট সার্থক হবে।

রংপুর থেকে আসা মিলন বলেন, ‘তারেক রহমানকে একনজরে দেখতে দুই দিন আগেই ঢাকায় এসেছি। গতকাল দুপুর থেকে এখানে আছি। সারারাত ঠান্ডার মধ্যে কাটালাম। নেতাকে একনজর দেখতে পারলেই সব কষ্ট সার্থক মনে হবে।’

একই জেলা থেকে আসা সাজেদুল জানান, ‘এত দূর পথ পাড়ি দিয়েছি শুধু তারেক রহমানকে দেখতে। শীত, কষ্ট-কিছুই মনে হচ্ছে না। এই অপেক্ষাই আমাদের আনন্দ।’

প্রায় দেড় যুগ পর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে বিএনপিতে বইছে উৎসবের জোয়ার। লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন তিনি। বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার ফ্লাইটটি পৌঁছানোর কথা রয়েছে।

1_2বিমান সূত্র জানায়, স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৬টা ৩৬ মিনিটে (ঢাকা সময় রাত ১২টা ৩৬ মিনিট) লন্ডন হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে তার ফ্লাইট। ফ্লাইট নম্বর বিজি-২০২, উড়োজাহাজ বোয়িং ড্রিমলাইনার ৭৮৭-৯০০। রুটটি লন্ডন হিথ্রো-সিলেট-ঢাকা। উচ্চপদস্থ যাত্রী থাকায় ফ্লাইট পরিচালনায় বিশেষ নিরাপত্তা ও সমন্বয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

দলের নেতাকর্মীরা বলছেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে তারেক রহমানের ফেরা দেশ ও দলের জন্য খুবই তাৎপর্যপূর্ণ। দলের পক্ষ থেকে তাকে গণসংবর্ধনা দেওয়ার আয়োজন করা হয়েছে।

গতকাল দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তারেক রহমানের তিন দিনের কর্মসূচির কথা জানান দলের স্থায়ী কমিটির সদস্য ও গণসংবর্ধনা কমিটির আহ্বায়ক সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, বৃহস্পতিবার দুপুরে বিমানবন্দরে নামার পর দলের জ্যেষ্ঠ নেতারা তারেক রহমানকে স্বাগত জানাবেন। এরপর তিনি জুলাই এক্সপ্রেসওয়ে সংবর্ধনাস্থলে যাবেন। সেখানে অপেক্ষায় থাকা নেতা-কর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে দেশবাসীর উদ্দেশে বক্তব্য দেবেন। অন্য কেউ বক্তব্য দেবেন না।

বিএনপি বলছে, জনদুর্ভোগ এড়াতে তারেক রহমান ছুটির দিনে দেশে ফিরছেন এবং গণসংবর্ধনার স্থল হিসেবে পূর্বাচলকে বেছে নেওয়া হয়েছে।

এমআর