নিজস্ব প্রতিবেদক
২৪ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৯ পিএম
দীর্ঘ ১৭ বছর পর আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি দেশে পৌঁছার অপেক্ষায় রয়েছেন দলের নেতাকর্মীরা। তাকে বরণ করে নিতে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় সংবর্ধণার আয়োজন করেছে বিএনপি।
ইতিমধ্যে তারেক রহমানকে একনজর দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীতে ছুটে এসেছেন বিএনপির নেতাকর্মী। বুধবার (২৪ ডিসেম্বর) সকাল থেকেই পূর্বাচলে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। দুপুর হতে সমাবেশস্থলে লোকে লোকারণ্য হয়ে যায়। কেউ শুয়ে-বসে সময় কাটাচ্ছেন। আবার কোনো নেতাকর্মী গল্প করে সময় কাটাচ্ছেন। একটু পর ছোট বড় মিছিল নিয়ে আসছেন দলটির নেতাকর্মীরা।
ভোলার চরফ্যাশন থেকে পূর্বাচলে এসেছেন কবির হোসাইন। জানতে চাইলে তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমান দেশে আসছেন। আমরা অধীর আগ্রহে রয়েছি তার জন্য। তাকে একনজর দেখতে পাবো এটাই আশা।
কবির হোসাইন বলেন, দীর্ঘ সময় ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। আমরা অনেক জুলুম নির্যাতন সহ্য করেছি, সামনে দলের সুদিন আসছে। দলকে ঢেলে সাজানো হবে। দেশের মানুষ সুখে-শান্তিতে থাকবে।
বসে বসে গল্প করছেন কুমিল্লা থেকে আসা নাজির আহমেদ। জানতে চাইলে তিনি বলেন, ‘কুমিল্লা থেকে একসঙ্গে আমরা ৫০ জন এসেছি। আগামীকাল নেতা আসবেন, তার অপেক্ষায় রয়েছি। ইতিহাসের সাক্ষী হতে এখানে এসেছি। আমাদের কাছে অনেক আনন্দ লাগছে। আমাদের আবেগ ও অনুভূতি হচ্ছে তারেক রহমান।’
নাজির আহমেদ বলেন, সরকারের কাছে তারেক রহমানের সবোর্চ্চ নিরাপত্তা চাই। আল্লাহ যেন তাঁকে সুস্থ রাখেন। সেইসঙ্গে সাবেক প্রধানমন্ত্রী খালেদা।জিয়ার জন্য দোয়া চাই, আল্লাহ যেন তাঁকে সুস্থতা দান করেন।
এসএইচ/ক.ম