images

রাজনীতি

১ মণ ধানের জামা পরে ঢাকায় হাজির দুই ভাই

নিজস্ব প্রতিবেদক

২৪ ডিসেম্বর ২০২৫, ০৫:৫০ পিএম

দীর্ঘ ১৭ বছর পর দেশে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৫৫ মিনিটে তাকে বহনকারী বিমান ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

তারেক রহমানকে বরণ করে নিতে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় সংবর্ধনার আয়োজন করেছে বিএনপি। সাজানো হয়েছে মঞ্চ। এরমধ্যেই তারেক রহমানকে একনজর দেখতে সমাবেশস্থলে সারাদেশ থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। কেউ কেউ এসেছেন ব্যতিক্রম প্লাকার্ড আর দলীয় লোগো সম্বলিত ফেস্টুন নিয়ে। 

_n

তাদেরই ভিড়ে তারেক রহমানকে এক নজর দেখতে বরগুনা থেকে এসেছেন মো. ইয়ামিন ও সাইফুল ইসলাম। সম্পর্কে তারা চাচাত ভাই। ইয়ামিনের বাবা শুক্কুর আলী খানের হাত ধরে এসেছেন তারা। দুই ভাই শরীরে জড়িয়ে রেখেছেন ২০ কেজি করে মোট এক মণ ধান দিয়ে বানানো পোশাক।

শুক্কুর আলী খান জানান, তিনি ঢাকায় যুবদল করতেন। এখন গ্রামে থাকেন। ছেলে ইয়ামিনের আবদারে তারেক রহমানকে দেখতে ৩০০ ফিটে ছুটে এসেছেন।

2

তিনি বলেন, দীর্ঘদিন বিএনপি করি। সবসময় বাঘ সেজে আন্দোলন করতাম। তারেক রহমান আমাকে ‘বিএনপির টাইগার’ বলে চেনেন। বরগুনা থেকে সিএনজি অটোরিকশা চালিয়ে চলে এসেছি।

মো. ইয়ামিন বলেন, তারেক রহমানকে অনেক ভালোবাসি। আগেও এভাবে অনুষ্ঠানে সেজে এসেছি।

এসএইচ/এএইচ