images

রাজনীতি

ঢাকা-১ আসনে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করলেন আশফাক

উপজেলা প্রতিনিধি

২৩ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৭ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১ আসনের (দোহার ও নবাবগঞ্জ উপজেলা) বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার আবু আশফাকের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলীয় নেতারা।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে ঢাকা ডিসি অফিসের জেলা মানবসম্পদ কর্মকর্তা মাহবুবুর রহমানের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এ সময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মেছের, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, দোহার পৌরসভার বিএনপির সভাপতি এসএম কুদ্দুস, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি ওয়াহিদুর রহমান বাণী, সাবেক কেন্দ্রীয় জাসাসের সহসভাপতি সালাউদ্দিন আহমেদ , দোহার উপজেলার সুতারপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল বেপারী প্রমুখ।

এএইচ