জ্যেষ্ঠ প্রতিবেদক
২৩ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৮ পিএম
ত্রয়োদশ সংসদ নির্বাচনে গাজীপুর-১ আসন থেকে অংশ নিতে লেবার পার্টির আনারস প্রতীকের প্রার্থী হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য তানভীর আহমেদ সিদ্দিকীর ছেলে চৌধুরী ইরাদ সিদ্দিকী। দলটি তাকে মনোনয়ন দিয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানের হাতে ফুল দিয়ে দলে যোগ দেন চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকী। পরে তার হাতে আনারস প্রতীক তুলে দেওয়া হয়।
এসময় লেবার পার্টির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জোহরা খাতুন, ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম মহাসচিব মো. হেলাল উদ্দিন চৌধুরী, মহিলা সম্পাদিকা নাসিমা নাজনীন সরকার ও দফতর সম্পাদক মো. মিরাজ খান উপস্থিত ছিলেন।
একসময় বিএনপির জোটে থাকা লেবার পার্টি এতদিন যুগপৎ আন্দোলন করেছে। তবে আসন সমঝোতা নিয়ে বিরোধের জেরে সম্প্রতি বিএনপির কড়া সমালোচনা করে দলগতভাবে নির্বাচন করার ঘোষণা দেন মোস্তাফিজুর রহমান ইরান।
বিইউ/এএইচ