images

রাজনীতি

১৪ ঘণ্টায় ফান্ডে কত টাকা এলো, জানালেন তাসনিম জারা

নিজস্ব প্রতিবেদক

২৩ ডিসেম্বর ২০২৫, ০৬:২৭ পিএম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ব্যয় মেটাতে ভোটারদের কাছে আর্থিক সহায়তা চাওয়ার ১৪ ঘণ্টার মধ্যে কত টাকা এসেছে, তার হিসাব জানিয়েছেন ঢাকা-৯ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী ও দলটির যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা।

এনসিপি নেত্রী জানিয়েছেন, ১৪ ঘণ্টায় তিনি ২৩ লাখ ৬৮ হাজার টাকার বেশি অনুদান পেয়েছেন।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকে দেওয়া এক পোস্টে তথ্যটি জানিয়েছেন তরুণ এই চিকিৎসক।

তাসনিম জারা লিখেছেন, ‘মাত্র ১৪ ঘণ্টায় আপনারা ২৩ লাখ ৬৮ হাজার টাকা ডোনেট করেছেন, যা আমাদের ফান্ডরেইজিং লক্ষ্যমাত্রার অর্ধেকের ও বেশি। আপনাদের অকল্পনীয় সাড়া ও ভালোবাসায় আমরা অভিভূত। আমাদের টার্গেট ৪৬,৯৩,৫৮০ টাকা। এটা পূর্ণ হলেই আমরা ফান্ডরেইজিং বন্ধ করে দেব।’

তিনি লিখেছেন, ‘আমি শুরু থেকেই একটি প্রতিশ্রুতি দিয়েছি যে, এই ফান্ডরেইজিং হবে পূর্ণ স্বচ্ছতার সঙ্গে। এটা নিশ্চিত করতে আমরা কী কী করছি? আমরা ক্যাশ ডোনেশন না নিয়ে বিকাশ ও ব্যাংকের মাধ্যমে ডোনেশন নিচ্ছি। তাই আমাদের প্রাপ্ত প্রতিটি টাকার একটি রেকর্ড থাকছে, যা আমার টিমের দ্বারা তৈরি না বরং বাংলাদেশ ব্যাংক দ্বারা নিয়ন্ত্রিত।’

এনসিপি লিখেছেন, ‘এই রেকর্ড ভবিষ্যতে যাচাইযোগ্য থাকবে। আমরা আপনাদেরকে নিয়মিত জানাচ্ছি যে, এখন পর্যন্ত মোট কত টাকা সংগ্রহ হয়েছে। কোন মাধ্যমে কত টাকা এসেছে। এই সকল ডকুমেন্ট নির্বাচন কমিশনের কাছে আমরা জমা দেব। নির্বাচন কমিশন এটা যাচাই করতে পারবেন। কোন খাতে কত টাকা ব্যয় করা হবে, তা আপনাদেরকে স্পষ্ট করে জানানো হবে।’

তাসনিম জারা লিখেছেন, ‘এতটা অভূতপূর্বভাবে আপনারা পাশে দাঁড়াবেন, তা সত্যিই আমাদের কল্পনার বাইরে ছিল। আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।’

তিনি জানান, ‘নির্বাচন কমিশনের বিধি মোতাবেক একজন প্রার্থী আইনগতভাবে সর্বোচ্চ ২৫ লাখ অথবা ভোটার প্রতি ১০ টাকা খরচ করতে পারবেন। ঢাকা-৯ আসনে ভোটার সংখ্যা প্রায় ৪ লাখ ৭০ হাজার হওয়াতে নিয়ম অনুযায়ী তিনি ৪৬ লাখ ৯৩ হাজার টাকা খরচ করতে পারবেন। আর তাই ফান্ড রেইজের মোট লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪৬ লাখ ৯৩ হাজার ৫৮০ টাকা। 

এনসিপি নেত্রী আরও জানান, রাত ২টার পর নির্ধারিত সীমা অতিক্রম হওয়ায় বিকাশে আর অর্থ পাঠানো যাচ্ছে না। আপাতত ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে অনুদান গ্রহণ করা হচ্ছে।

এর আগে সোমবার (২২ ডিসেম্বর) রাতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে নির্বাচনি ব্যয় মেটানোর জন্য ভোটার, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের কাছে আর্থিক সহায়তা চেয়ে ফেসবুকে একটি ভিডিও বার্তা দেন তাসনিম জারা।

এসএইচ/এএইচ