নিজস্ব প্রতিবেদক
২৩ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৪ এএম
ঢাকা-৯ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা মাত্র চার ঘণ্টায় ৫ লাখ ২৬ হাজার টাকা সহযোগিতা পেয়েছেন।
সোমবার (২২ ডিসেম্বর) দিনগত রাত দেড়টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
পোস্টে তাসনিম জারা লিখেছেন, চার ঘণ্টা আগে তিনি সাধারণ মানুষের কাছে সহযোগিতার হাত বাড়িয়েছিলেন। কালো টাকার বাইরে গিয়ে নতুন ধারার রাজনীতি গড়ে তুলতে হলে সেই শক্তির উৎস সাধারণ মানুষ হতে হবে—এ কথাও তিনি তুলে ধরেন। এর পরই মানুষ সাড়া দিয়ে ৫ লাখ ২৬ হাজার টাকা পাঠিয়েছেন বলে জানান তিনি।
তাসনিম জারা বলেন, টাকার অঙ্কের চেয়েও বড় বিষয় হলো অনুদানের ধরন। অধিকাংশ অনুদান এসেছে খুব ছোট অঙ্কে—৫ টাকা, ১০ টাকা, ২০ টাকা, ৫০ টাকা কিংবা ১০০ টাকা। অনেকেই সঙ্গে ছোট ছোট বার্তা পাঠিয়েছেন। একজন লিখেছেন, তিনি একজন শিক্ষার্থী এবং সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করেছেন।
এনসিপির এই নেত্রী আরও জানান, তাঁদের লক্ষ্যমাত্রা ৪৬ লাখ ৯৩ হাজার ৫৮০ টাকা। এর মধ্যে পাঁচ লাখ ২৬ হাজার টাকার মাইলফলক স্পর্শ করা হয়েছে। লক্ষ্য পূরণ হলেই ফান্ডরেইজিং কার্যক্রম বন্ধ করা হবে।
পোস্টে তিনি আরও লেখেন, অর্থ সংগ্রহ ও ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখতে তিনি সংশ্লিষ্ট স্ক্রিনশট শেয়ার করেছেন। ব্যবহৃত দুটি অ্যাকাউন্ট শূন্য থেকে শুরু হয়েছে এবং সম্পূর্ণ হিসাব জনসমক্ষে তুলে ধরা হবে।
এআর