images

রাজনীতি

দল বিলুপ্ত করে বিএনপিতে ভিড়লেন এহসানুল হুদা

জ্যেষ্ঠ প্রতিবেদক

২২ ডিসেম্বর ২০২৫, ০৫:১৩ পিএম

বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের শীর্ষ নেতা অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা নিজের দল বিলুপ্ত করে বিএনপিতে যোগদান করেছেন। সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগদান করেন এহসানুল হুদা। এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানও উপস্থিত ছিলেন।

যোগদানের আগে এহসানুল হুদা বলেন, আমরা একটি ঐতিহাসিক মুহূর্তে আছি। আমরা জাতীয়তাবাদী রাজনীতিতে বিশ্বাস করি। তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে জাতীয় দল থেকে বিএনপিতে যোগদান করছি। বিশ্বাস করি আগামী দিনে তারেক রহমান ও বিএনপির হাতকে শক্তিশালী করতে পারবো। বিএনপি ঘোষিত ৩১ দফার বাস্তবায়নে অতীতের মতো মাঠে নিজের সাধ্যমতো কাজ করার চেষ্টা করবো। যারা এই সুযোগ করে দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

আরও পড়ুন

বিএনপিতে যোগ দিয়েই ধানের শীষ পেলেন রেজা কিবরিয়া

পরে সাংবাদিকরা জানতে চান- দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়েছেন কি না? জবাবে কিছুটা চুপ করে থাকেন এহসানুল হুদা। এসময় পাশ থেকে বিএনপি মহাসচিব বলেন, ‘হ্যাঁ দল বিলুপ্ত করে।’পরে এহসানুল হুদা মহাসচিবকে বলেন, ‘এটা বলতে হবে?’ জবাবে মির্জা ফখরুল বলেন, ‘হ্যাঁ, আরে আপনি বিলুপ্ত করলেন না দল?’

পরে এহসানুল হুদা বলেন, ‘হ্যাঁ, আমি দল বিলুপ্ত করে বিএনপিকে যোগদান করেছি।’

BNP2

সাংবাদিকরা জানতে চান- আপনি একা নাকি দলের নেতাকর্মীরাও বিএনপিতে যোগ দিয়েছেন। জবাবে এহসানুল হুদা বলেন, ‘সবাই যোগ দিয়েছেন। নেতাকর্মীরাও সবাইকে নিয়ে আমরা যোগদান করেছি।’

আরও পড়ুন

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির প্রার্থী নিয়ে ধোঁয়াশা!

জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপির শরিকদের মনোনয়ন নিয়ে চলছে দর কষাকষি। এতে মনোনয়ন না পেয়ে জোটের অনেকেই হতাশা ব্যক্ত করেছেন। এদিকে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, আসন্ন নির্বাচনে কোনো ধরনের ঝুঁকি নিতে চায় না দলটি। ধানের শীষ প্রতীকের বাইরে জয়ী হওয়া অনেক কঠিন বলে মনে করছেন বিএনপির নীতিনির্ধারকেরা। যে কারণে এতদিন যেসব সমমনা দল বিএনপির সঙ্গে আন্দোলন করেছে তারা নিজেদের দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিচ্ছেন। এর আগে এলডিপির একাংশের চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিমও দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়েছেন।

বিএনপি তাদের মিত্রদের যে কয়টি আসনে ছাড় দিতে পারে বলে আলোচনা ছিল এর মধ্যে রয়েছে কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী)। সেই আসনে এহসানুল হুদাকে সবুজ সংকেতও দিয়েছিল বিএনপি। তিনি এলাকায় ব্যাপক গণসংযোগও করেছেন। তবে এর মধ্যেই দ্বিতীয় দফায় বিএনপি মুজিবুর রহমান ইকবালকে কিশোরগঞ্জ-৫ আসনে ধানের শীষের প্রার্থী ঘোষণা করে। এবার ধারণা করা হচ্ছে, মুজিবুর রহমান ইকবালকে বাদ দিয়ে এহসানুল হুদাকে দেওয়া হতে পারে ধানের শীষ। 

বিইউ/জেবি