images

রাজনীতি

আইনশৃঙ্খলার অবনতিতে উদ্বেগ প্রকাশ আপ বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক

২১ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৩ পিএম

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)। 

রোববার (২১ ডিসেম্বর) সংগঠনটির মুখপাত্র শাহরিন সুলতানা ইরার স্বাক্ষরিত এক বিবৃতিতে সাম্প্রতিক কয়েকটি হত্যাকাণ্ডকে আইনশৃঙ্খলা ব্যবস্থার চরম ব্যর্থতার প্রমাণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে পোশাক শ্রমিক দিপু চন্দ্র দাসকে নির্মমভাবে পুড়িয়ে হত্যা এবং এর পরদিন লক্ষ্মীপুরে বিএনপি নেতার বাড়িতে তালা মেরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের মাধ্যমে শিশু কন্যা আয়েশাকে পুড়িয়ে হত্যার ঘটনা দেশব্যাপী গভীর আতঙ্ক ও ক্ষোভ সৃষ্টি করেছে।

আপ বাংলাদেশ জানায়, শহীদ শরীফ ওসমান হাদিকে গুলি করার ঘটনার আট দিন পার হলেও শ্যুটার ও তাদের সহযোগীদের শনাক্ত করা সত্ত্বেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনো তাদের গ্রেফতার করতে পারেনি। সাত দিন চিকিৎসাধীন থাকার পর হাদি শহীদ হলেও হত্যাকারীরা গ্রেফতার না হওয়ায় জনমনে ক্ষোভ আরও তীব্র হয়েছে।

সংগঠনটি অভিযোগ করে, এই ক্ষোভকে কেন্দ্র করে কিছু দুষ্কৃতিকারীর উস্কানিতে কয়েকটি প্রতিষ্ঠানের ওপর হামলার ঘটনা ঘটলেও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী চূড়ান্ত ব্যর্থতার পরিচয় দিয়েছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, বিডিআর কমিশনের রিপোর্টে হত্যাকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগ থাকা সত্ত্বেও তৎকালীন অতিরিক্ত ইন্সপেক্টর জেনারেল (এসবি) বাহারুল আলমকে বর্তমানে আইজিপি পদে বহাল রাখা এবং এ বিষয়ে সরকারের কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ার সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির এই অব্যাহত অবনতির সরাসরি যোগসূত্র রয়েছে।

এছাড়া কমিশনের রিপোর্টকে ‘আনক্লাসিফায়েড’ ঘোষণা করা হলেও এখন পর্যন্ত পুরো রিপোর্ট জনসাধারণের জন্য প্রকাশ না করাকে আপ বাংলাদেশ অত্যন্ত উদ্বেগজনক বলে মন্তব্য করেছে।

আপ বাংলাদেশ মনে করে, এই ধারাবাহিক ব্যর্থতার দায় স্বরাষ্ট্র উপদেষ্টা, সহকারী উপদেষ্টা, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ও ডিএমপি কমিশনারকে নিতে হবে। 

সংগঠনটি অবিলম্বে সকল হত্যাকাণ্ডের দ্রুত ও নিরপেক্ষ বিচার, অভিযুক্ত কর্মকর্তাদের দায়িত্ব থেকে অপসারণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে।

এমআর/এএইচ