images

রাজনীতি

সরকারের গোয়েন্দা সংস্থা কী করেছে, প্রশ্ন জামায়াত সেক্রেটারির

জ্যেষ্ঠ প্রতিবেদক

২১ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৫ পিএম

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাইয়ের অকুতোভয় বিপ্লবী যোদ্ধা শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেছেন, হামলার ছয় ঘণ্টা পর কীভাবে হত্যাকারীরা দেশ ছেড়ে পালিয়ে যেতে পারল, সরকারের গোয়েন্দা সংস্থার লোকেরা কী করেছে? এ প্রশ্নের জবাব সরকার ও গোয়েন্দা সংস্থাগুলোকেই দিতে হবে। এ ঘটনায় গোয়েন্দা সংস্থার ভেতরে কোনো সহযোগী লুকিয়ে আছে কি না, তা তদন্ত করে দেখারও দাবি জানান তিনি।

রোববার (২১ ডিসেম্বর) রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে শহীদ শরীফ ওসমান বিন হাদির শাহাদাত উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিমের সঞ্চালনায় মাহফিলে বক্তব্য দেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগরী উত্তরের আমির মো. সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চাকসুর সাবেক ভিপি অ্যাড. জসিম উদ্দিন সরকার এবং শহীদের বড় ভাই ওমর বিন হাদি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, শহীদ ওসমান হাদির পরিষ্কার-পরিচ্ছন্ন ও সৎ জীবন দেশবাসীকে মুগ্ধ করেছে। তার শাহাদাতের পর মানুষের মধ্যে যে জোয়ার, জজবা ও আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, তা বিরল ঘটনা।

তিনি বলেন, নামাজে জানাজায় সরকারপ্রধান, উপদেষ্টাবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নজিরবিহীন। আল্লাহ তায়ালা তাকে দুনিয়ায় মর্যাদা দিয়েছেন, আখিরাতেও উচ্চ মর্যাদা দেবেন—এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি।

জামায়াত সেক্রেটারি বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানাজায় অংশ নিয়ে হৃদয়গ্রাহী বক্তব্য দিলেও হত্যাকারীদের গ্রেফতার ও বিচার বিষয়ে কোনো সুস্পষ্ট বক্তব্য দেননি। সরকারের উচিত ছিল এ বিষয়ে জাতির সামনে পরিষ্কার অবস্থান জানানো। দেশবাসীর প্রশ্ন—কেন হত্যাকারীরা গ্রেফতার হলো না, গোয়েন্দা সংস্থাগুলো কী করেছে এবং কারও অবহেলা বা যোগসাজশ ছিল কি না।

ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে হত্যাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আল্টিমেটামের সঙ্গে একাত্মতা প্রকাশ করে তিনি বলেন, অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে।

জানাজায় দেওয়া সরকারের প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের আহ্বানও জানান তিনি। একই সঙ্গে আধিপত্যবাদমুক্ত, স্বাধীন-সার্বভৌম, ইনসাফপূর্ণ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার যে স্বপ্ন শহীদ ওসমান হাদি দেখেছিলেন, তা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান।

মাহফিলে মাওলানা এটিএম মা’ছুম বলেন, শহীদ শরীফ ওসমান বিন হাদি মানুষের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ার স্বপ্ন দেখেছিলেন। ঐক্যবদ্ধভাবে সে স্বপ্ন বাস্তবায়ন করতে পারলেই তার শাহাদাত স্বার্থক হবে।

শহীদের বড় ভাই ওমর বিন হাদি বলেন, তার ভাই সবসময় আল্লাহর ওপর ভরসা রেখে ন্যায়ভিত্তিক সমাজ ও দেশ গড়ার কথা বলতেন। ওসমান হাদির অসমাপ্ত স্বপ্ন পূরণের দায়িত্ব এখন সবার।

আলোচনা শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। দোয়ায় শহীদ ওসমান বিন হাদির শাহাদাত কবুল করে তাকে জান্নাতে উচ্চ মর্যাদা দান এবং তার পরিবার-পরিজনকে ধৈর্য ও শক্তি দেওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।

টিএই/এএস