নিজস্ব প্রতিবেদক
২১ ডিসেম্বর ২০২৫, ০৬:২০ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যালঘু প্রার্থী বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এর ধারাবাহিকতায় গতকাল শনিবার বাগেরহাটের দুটি আসনে আরও দুজন সংখ্যালঘু প্রার্থীর নাম ঘোষণা করেছে দলটি।
নতুন ঘোষিত প্রার্থীরা হলেন বাগেরহাট-১ (চিতলমারী–মোল্লাহাট–ফকিরহাট) আসনে বিশ্ব হিন্দু পরিষদ বাংলাদেশ শাখার মহাসচিব কপিল কৃষ্ণ মণ্ডল এবং বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ–শরণখোলা) আসনে একই সংগঠনের সভাপতি সোমনাথ দে।
এর আগে গত ৩ নভেম্বর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চারজন সংখ্যালঘু প্রার্থীর নাম ঘোষণা করেন। তাঁদের মধ্যে দুজন হিন্দু সম্প্রদায়ের এবং দুজন ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর প্রতিনিধি।
হিন্দু সম্প্রদায়ের প্রার্থীদের মধ্যে ঢাকা-৩ আসনে মনোনয়ন পান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। মাগুরা-২ আসনে মনোনয়ন দেওয়া হয় নিতাই রায় চৌধুরীকে। তিনি সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং গয়েশ্বর চন্দ্র রায়ের বেয়াই।
এ ছাড়া ঢাকার আরেকটি আসন থেকে মনোনয়ন প্রত্যাশা করেন আলোচিত নেত্রী নিপূন রায় চৌধুরী। তিনি গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ এবং নিতাই রায় চৌধুরীর মেয়ে।
ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর প্রার্থীদের মধ্যে রাঙামাটি পার্বত্য জেলা থেকে মনোনয়ন পেয়েছেন অ্যাডভোকেট দীপেন দেওয়ান। তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহধর্মবিষয়ক সম্পাদক এবং রাঙামাটি জেলা বিএনপির সাবেক সভাপতি। বান্দরবান পার্বত্য জেলা থেকে মনোনয়ন দেওয়া হয়েছে সাচিং প্রুকে। তিনি বান্দরবান জেলা বিএনপির সাবেক সভাপতি এবং বর্তমানে জেলা কমিটির আহ্বায়ক। তিনি দলের সাবেক সংসদ সদস্যও ছিলেন।
দলীয় সূত্রে আরও জানা গেছে, বাগেরহাট-৪ আসনের প্রার্থী সোমনাথ দে ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী ছিলেন। পরে ২০১৯ সালে তিনি আওয়ামী লীগে যোগ দেন। তবে ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর ২৯ আগস্ট আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেন। এবার তিনি বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন।
দলের একাধিক সিনিয়র নেতা জানিয়েছেন, নির্বাচনী প্রচারে সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে বিএনপি। খুব শিগগিরই ৩০০ আসনের প্রার্থী চূড়ান্ত করার পরিকল্পনা রয়েছে। এর অংশ হিসেবে ২৭২টি আসনের দলীয় প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা ও কর্মশালা গতকাল শনিবার শেষ করেছে দলটি।
এ ছাড়া যেসব আসনে এখনো প্রার্থী ঘোষণা করা হয়নি, সেগুলোতে সম্ভাব্য প্রার্থীদের তালিকা চূড়ান্ত করার কাজ চলছে। আগামীকাল সোমবার দলের স্থায়ী কমিটির বৈঠকে আরও নতুন কিছু সিদ্ধান্ত আসবে।
এআর