নিজস্ব প্রতিবেদক
১৯ ডিসেম্বর ২০২৫, ০২:২৬ পিএম
জাতীয়তাবাদী দল বিএনপির আজকের (শুক্রবার) পূর্বনির্ধারিত দুটি কর্মসূচি স্থগিত করা হয়েছে। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তথ্যটি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি জানিয়েছেন, ‘পূর্বঘোষিত দুটি কর্মসূচি স্থগিত এবং রাতে স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডাকা হয়েছে।’
শুক্রবার বিকেল ৩টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ের সেচ ভবনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি কর্মসূচি ছিল।
এছাড়া বিকেল ৪টায় কারওয়ান বাজারে ওয়াসা ভবনের সামনে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীরও একটি কর্মসূচি ছিল। দুটি কর্মসূচিই স্থগিত হয়েছে।
এএইচ