images

রাজনীতি

হাদি হত্যাকাণ্ডে রাজনীতিবিদদের এক মঞ্চে দাঁড়ানোর আহ্বান নাহিদের

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৯ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৫ এএম

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনায় খুনীদের গ্রেফতার ও বিচারের দাবিতে দেশের সব রাজনৈতিক দল ও শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হয়ে কথা বলার জন্য আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে শাহবাগে মিছিল পরবর্তী বিক্ষোভ সমাবেশে তিনি এই আহ্বান জানান। 

নাহিদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আমরা কিন্তু ঐক্যবদ্ধ ছিলাম। আমাদের কর্মসূচি ছিল স্পষ্ট। আমরা ঐক্যবদ্ধভাবে সেই কর্মসূচি দিয়েছি। আজকে আমরা আহ্বান করছি- বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দল, সব সামাজিক শক্তি, রাজনৈতিক শক্তি একই মঞ্চে এসে দাঁড়ান। একসঙ্গে কথা বলুন। বাংলাদেশকে ঐক্যবদ্ধ করুন। আমরা একইসঙ্গে এই আধিপত্যবাদের বিরুদ্ধে আগামীকাল কর্মসূচি দিতে চাই।
  
এনসিপি আহ্বায়ক বলেন, আমরা সব পক্ষের সঙ্গে আজ রাতে কথা বলব এবং ওসমান হাদিকে যারা খুন করে ভারতে পালিয়েছে তাদেরকে ফেরত দিতে হবে। তাদেরকে ফেরত দেওয়ার আগ পর্যন্ত ভারতের সঙ্গে আমাদের কোনো ধরনের সম্পর্ক থাকতে পারে না। বাংলাদেশে যেই গণহত্যাকারী দিল্লিতে আশ্রয়-প্রশ্রয়ে থেকে এসব হত্যাকাণ্ড পরিচালনা করছে সেই শেখ হাসিনাকে ভারত সরকার ফেরত দিতে হবে। অবিলম্বে শেখ হাসিনা এবং জুলাইয়ের যতো খুনি রয়েছে তাদেরকে ফেরত দিতে হবে।

নাহিদ বলেন, শাহবাগে আজকে এসেছি, শাহবাগে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।  আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। আপনাদের সকলের প্রতি আহ্বান থাকবে যার যার জায়গা থেকে আমরা দায়িত্বশীলভাবে গণতান্ত্রিকভাবে আন্দোলন চালিয়ে যাব।

নাহিদ আরো বলেন, আগস্টের পরে আমাদের লড়াই স্তিমিত হয়ে গেছে। সেটা আমাদের ভুল ছিল। আমরা এবার আর ভুল করবো না। এই লড়াই আমাদেরকে অব্যাহত রাখতে হবে।

হাদি হত্যার বিচারের আন্দোলনকে বিপথে নেওয়ার চেষ্টা চলছে মন্তব্য করে নাহিদ বলেন, যারা এই আন্দোলন এবং জনগণের ক্ষোভকে ব্যবহার করে আন্দোলন বিপথে নেওয়ার চেষ্টা করবে তাদের প্রতি আপনারা সতর্ক থাকবেন। আমরা চাই একটা ঐক্যবদ্ধ জায়গা থেকে জুলাই যেভাবে আমরা ঐক্যবদ্ধ ছিলাম সেইভাবেই আন্দোলন পরিচালনা করতে। সারা দেশের মানুষের প্রতি আহ্বান থাকবে জুলাই গণঅভ্যুত্থানে আপনারা যেসব স্পটে আন্দোলনে নেমে এসেছিলেন চট্টগ্রাম রাজশাহী বরিশাল খুলনা রংপুর এবং ঢাকা শহরের যাত্রাবাড়ী উত্তরা সব জায়গায় অবস্থান কর্মসূচি গ্রহণ করুন।

এ সময় নাহিদ রাজনৈতিক দলগুলোর নেতাদের উদ্দেশে বলেন, রাজনৈতিক দলের নেতাদেরকে বলবো আপনারা এবার মুখ লুকাবেন না। জুলাইয়ে আপনারা মুখ লুকিয়েছিলেন। কিন্তু এখন সময় সকলে ঐক্যবদ্ধভাবে সন্ত্রাস মোকাবেলার। দেশের মানুষকে এই আন্দোলনে নেতৃত্ব দেওয়ার জন্য আমরা মাঠে আছি। সকল ছাত্র-জনতা মাঠে আছে এবং আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে।

এমআইকে/ক.ম