images

রাজনীতি

মুক্তিযুদ্ধ ও ইসলামের নামে বিভাজন নয়: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক

১৭ ডিসেম্বর ২০২৫, ১২:০৪ এএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেছেন, মুক্তিযুদ্ধ ও ইসলাম দুটোর নামেই দেশ বিভাজন গ্রহণযোগ্য নয়। 

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় শাহবাগের সমাবেশে তিনি বলেন, ‘জাতীয় রাজনীতিতে ধর্মের নামে ভোট চাওয়া হচ্ছে। মুক্তিযুদ্ধের নামে যেমন দেশ বিভাজন করা যাবে না, তেমনি ইসলামের নামেও বিভাজন তৈরি করা যাবে না। মুক্তিযুদ্ধ আমার, জুলাইও আমার।’

তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার ৫৪ বছর পরও মুক্তিযুদ্ধের প্রকৃত মূল্যায়ন ও সুরাহা হয়নি। আওয়ামী লীগ মুজিববাদ দিয়ে দেশকে বিভক্ত রেখেছিল বলেও মন্তব্য করেন তিনি। নাহিদ ইসলাম দাবি করেন, ‘আমরা ৫ আগস্ট আওয়ামী লীগের বয়ান থেকে মুক্তিযুদ্ধের প্রকৃত আকাঙ্ক্ষা বের করে নতুন বয়ান প্রতিষ্ঠা করেছি।’

নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, শরিফ ওসমান হাদির ওপর হামলা সহজভাবে নেওয়া যায় না। ‘জনগণ ছাড়া আমাদের আর কোনো নিরাপত্তা বাহিনী নেই। পুলিশ ব্যর্থ হলে আমরা পাল্টা ব্যবস্থা নেব।’

নাহিদ ইসলাম শেষে বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই কেবল গণতান্ত্রিক উত্তরণ সম্ভব।’

সমাবেশে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশের ৭১ এর বিজয়কে ‘নিজেদের বিজয়’ বলায় তার বক্তব্য প্রত্যাহারের দাবি জানান।