images

জাতীয়

নির্ধারিত সময়ে শুরু হয়নি বিজয় দিবসের কনসার্ট

নিজস্ব প্রতিবেদক

১৬ ডিসেম্বর ২০২৫, ০২:৪৯ পিএম

মহান বিজয় দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত ‘বিজয় দিবস কনসার্ট’ নির্ধারিত সময় পেরিয়ে গেলেও শুরু হয়নি। সোমবার (১৬ ডিসেম্বর) দুপুর ২টায় কনসার্ট শুরুর কথা থাকলেও ৪০ মিনিট পার হয়ে গেলেও মঞ্চে কোনো পরিবেশনা শুরু না হওয়ায় দর্শকদের অপেক্ষায় থাকতে দেখা যায়।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় আয়োজিত এই কনসার্ট ঘিরে দুপুরের আগেই সোহরাওয়ার্দী উদ্যানে দর্শকদের ভিড় জমে। পরিবার, তরুণ-তরুণী ও সংগীতপ্রেমীরা নির্ধারিত সময়ের আগেই অনুষ্ঠানস্থলে উপস্থিত হন। তবে সময় গড়িয়ে গেলেও কনসার্ট শুরু না হওয়ায় মঞ্চের সামনে ও মাঠজুড়ে অপেক্ষার চিত্র দেখা যায়।

thumbnail_IMG_20251216_143000

অনুষ্ঠানস্থলে উপস্থিত একাধিক দর্শক জানান, বিজয় দিবসের মতো রাষ্ট্রীয়ভাবে গুরুত্বপূর্ণ দিনে আয়োজিত অনুষ্ঠানে সময়ানুবর্তিতা প্রত্যাশিত। কেউ কেউ দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার কারণে বিরক্তি প্রকাশ করেন। তবে বিলম্বের কারণ সম্পর্কে আয়োজকদের পক্ষ থেকে তখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

thumbnail_IMG_20251216_143729

এই কনসার্টে দেশের জনপ্রিয় ব্যান্ড ও শিল্পীদের অংশ নেওয়ার কথা রয়েছে। আয়োজকদের ঘোষণায় সায়ান, শিরোনামহীন, লালন, বাংলা ফাইভ, টংয়ের গান, আফটার ম্যাথ, ফারিয়া ইলা লালালা, ফিরোজ জং ও এফ মাইনর ব্যান্ডের পরিবেশনার কথা জানানো হয়েছে। পাশাপাশি স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের কালজয়ী গান ৬৪ জেলায় একযোগে পরিবেশনের উদ্যোগের কথাও রয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত মঞ্চে প্রস্তুতি চলতে দেখা যায়। সাউন্ড চেক ও কারিগরি কাজ শেষ করার চেষ্টা চলছিল। এদিকে দর্শকেরা বিজয় দিবসের কনসার্ট শুরু হওয়ার অপেক্ষায় অনুষ্ঠানস্থলেই অবস্থান করছিলেন।

এএইচ/এমআই