নিজস্ব প্রতিবেদক
১৩ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৩ এএম
সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির অর্গান কাজ করছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।
ডা. তাসনিম জারা বলেন, শরীফ ওসমান হাদির অর্গান কাজ করছে। একটা অপারেশন হয়েছে। আশা করি, আর অপারেশন করা লাগবে না। এভারকেয়ার হাসপাতালের বোর্ডের চিকিৎসকরা বিস্তারিত জানাবেন। উনি নিবিড় পর্যবেক্ষণে আছেন, অবস্থা সংকটাপন্ন। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছেন। এসময় কাউকে হাসপাতালে ভিড় না করার আহ্বান জানান তিনি।
ডা. তাসনিম জারা বলেন, আঘাত গুরুতর হওয়ায় ঢাকা মেডিকেলেই আশঙ্কাজনক অবস্থা ছিল। এভারকেয়ার হাসপতালে আনার পরও শঙ্কা কাটছিলো না। চিকিৎসকরা দ্রুত আইসিইউতে নিয়ে কিছুটা স্ট্যাবেলাইজ করতে পেরেছেন। আপাতত আইসিইউতেই থাকবেন। তবে আর অস্ত্রোপচারের প্রয়োজন হবে না। ওষুধ, ইনজেকশন ও রক্ত দেওয়ার মাধ্যমে চিকিৎসা চলবে।
তিনি বলেন, শরীফ ওসমান হাদির মাথা, বুক ও পায়েও আঘাত লেগেছে। মাথার চেয়ে ব্রেনের আঘাত বেশি ক্রিটিক্যাল। ব্রেনের আঘাতের ফলে চোখেও কিছুটা সমস্যা দেখা দেওয়ার কথা বলছেন চিকিৎসকরা। চিকিৎসায় হেড অব আইসিইউ, নাক কান গলা ও হৃদরোগ বিশেষজ্ঞরা রয়েছেন। কমবাইন্ড চিকিৎসা চলছে। ভেন্টিলেশন সার্পোটসহ আইসিইউতে রাখা হলেও পরিস্থিতি এখনো সংকটাপন্ন।
ডা. তাসনিম জারা বলেন, জুলাইয়ের যারা সম্মুখ সারিতে ছিলেন, তাদের হুমকি দেওয়া হচ্ছে। আজকের ঘটনায় প্রশাসনকে দায়ভার নিতে হবে। এখনও কাউকে গ্রেফতার করা যায়নি। এটাও প্রশাসনের ব্যর্থতা। তাদেরকেই এর জবাবদিহিতা করতে হবে। আমাদের প্রতিনিয়ত হুমকি দিচ্ছে।
উল্লেখ্য, শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে বিজয়নগর পানির ট্যাংকির সামনে ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য এমপি পদপ্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে পরিবারের ইচ্ছায় তাকে স্থানান্তর করা হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে।
এসএইচ/এএস