images

রাজনীতি

সন্ত্রাসের বিরুদ্ধে শনিবার সারাদেশে বিএনপির বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

১২ ডিসেম্বর ২০২৫, ০৬:২১ পিএম

ঢাকাসহ সারাদেশে শনিবার (১৩ ডিসেম্বর) বিক্ষোভ মিছিল করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের ওপর হামলায় জড়িত দুস্কৃতকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ কর্মসূচি ঘোষণা করেছে দলটি। 

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকালে বিএনপির মিডিয়া সেলের অফিসিয়াল ফেসবুক পেজে এ কর্মসূচি ঘোষণা দেওয়া হয়। 

শুক্রবার দুপুর আড়াইটার দিকে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় ওসমান হাদিকে গুলি করা হয়। ঘটনার সময় তিনি রিকশায় করে যাচ্ছিলেন। তখন হঠাৎ একটি মোটরসাইকেল থেকে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। কে বা কারা গুলি ছুঁড়েছে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বলেন, দুপুর আড়াইটার পর তাকে হাসপাতালে আনা হয়। তার বাম কানের নিচে গুলির আঘাত রয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন।

হাদিকে গুলির ঘটনায় বিএনপির মহাসচিব উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন। এরপর বিকালে তার দলের পক্ষ থেকে সারাদেশে কর্মসূচি ঘোষণা দেওয়া হলো। 

ক.ম/